October 26, 2024

যোগাশনে বিশ্ব প্রতিযোগিতায় বালুরঘাটের সোমসিন্ধুর ৩৭তম স্থান

1 min read

যোগাশনে বিশ্ব প্রতিযোগিতায় বালুরঘাটের সোমসিন্ধুর ৩৭তম স্থান

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৭,আগস্ট:এ বছর অন লাইনে আন্তর্জাতিক যোগা ফেডারেশনের উদ্যোগে বিশ্ব যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয় জার্মানিতে।গত রবিবার ফলাফল ঘোষণার সময় দেখা যায় উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সোমসিন্ধু দত্ত অনুর্ধ ১৫ বিভাগে বিশ্বের যোগা প্রতিযোগীদের মধ্যে ৩৭তম স্থান দখল করে।

জানা যায় এই প্রতিযোগিতায় বিশ্বের ১৯৮টি দেশের ৩৭০০ যোগা প্রতিযোগীরা অংশগ্রহণ করে অন লাইনে।প্রতিযোগিতা চলে জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত।সোমসিন্ধু দত্তের বাবা সোমনাথ দত্ত এক প্রশ্নের উত্তরে জানান তার পুত্র মোট ৮ টি বিভাগে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

করোনা আবহের মধ্যে বিশ্বের এই বিশাল প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ৩৭তম স্থান পাওয়ায় তিনি তার পুত্রের জন্য একজন পিতা হিসাবে গর্বিত অবশ্যই।খবর নিয়ে জানা যায় সোমসিন্ধু এত কম বয়সেই ওর পুরস্কারের ঝুলি অনেকটাই ভরিয়ে ফেলেছে বিভিন্ন স্থানে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *