October 26, 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার তালিকায় একই পরিবারে স্বামী, স্ত্রী সহ ছেলে মেয়েদের নাম

1 min read

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার তালিকায় একই পরিবারে স্বামী, স্ত্রী সহ ছেলে মেয়েদের নাম

২৪জুলাই স্বশাঙ্ক সরকার ইটাহার: কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নিয়ে কয়েকশো সাধারণ মানুষ অভিযোগ জানালেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মামুদ আনসারকে। উল্লেখ্য গত কয়েক দিন আগে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর প্রাপকদের লিস্ট প্রকাশিত হয়। ইটাহার ব্লকের লিস্ট প্রকাশিত হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লক জুড়ে।

সোমবার ইটাহার ব্লকে আসা বিভিন্ন অঞ্চলের কয়েকশো সাধারণ মানুষ বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করে বলেন রাজ্য সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রকৃত যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার দরকার ও দুঃস্থ পরিবার তাদের নাম নেই। অথ’চ যারা বড়লোক ও বড় কোনও কর্মস্হানে যুক্ত বা বড় পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে আবাস যোজনার ঘরের লিস্টে। এমনকি একই পরিবারে স্বামী, স্ত্রী সহ ছেলে মেয়েদের নাম ও রয়েছে। তাই বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করা হলো, যাতে সত্য যাচাই করে প্রকৃত উপযুক্ত ব্যাক্তিরা ঘর পায় ও অবৈধ নাম তালিকা থেকে বাতিল করে, যদিও এদিন ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত প্রধান রাও একত্রিত হয়ে বিডিও সাহেব কাছে অভিযোগ জানান। যদিও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মামুদ আনসার বলেন, যে লিস্টটা এসেছে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার না। যে নাম এসছে তা তদন্তের জন্য ও আধার লিঙ্ক করার জন্য বিভিন্ন কগজ ভেরিফাই করে জেলা স্তরে পাঠানো হবে। যে অভিযোগ জমা পরেছে তাও তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *