October 26, 2024

কোভিড পরবর্তী থিয়েটারের খোঁজে বালুরঘাটে ওয়েবিনার

1 min read

কোভিড পরবর্তী থিয়েটারের খোঁজে বালুরঘাটে ওয়েবিনার

তপন চক্রবর্তী:থিয়েটারের শহর বালুরঘাটে এই প্রথম হল ওয়েবিনার।বিষয়: কোভিড পরবর্তী থিয়েটার কোন্ পথে? উদ্যোক্তাঃ থিয়েটার এবং ও পাশে আছি দক্ষিণ দিনাজপুর ফেসবুক পেজ।গতকাল শনিবার প্রথম পর্বের এই আয়োজনে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য ও বালুরঘাট নাট্যকর্মীর সম্পাদক-অভিনেতা নির্দেশক অমিত সাহা, দিনাজপুর কৃষ্টির কর্ণধার- অভিনেতা- নির্দেশক সুরজিত ঘোষ এবং কালিয়াগঞ্জের অনন্য থিয়েটারের কর্ণধার- অভিনেতা- নির্দেশক বিভুভূষণ সাহা।

কথা সমন্বয়ে ছিলেন নাট্যকর্মী ও ‘থিয়েটার এবং ‘ পেজের অ্যাডমিন তুহিন শুভ্র মন্ডল।সমগ্র ব্যবস্থাপনায় ছিলেন ‘পাশে আছি দক্ষিণ দিনাজপুর’ পেজের অ্যাডমিন কৃষ্ণেন্দু সিংহ।গতকাল আলোচনায় উঠে আসে কোভিড পরিস্থিতি,এই সময়ের থিয়েটার,অনলাইন থিয়েটার,বিশ্ব থিয়েটার, বাংলা থিয়েটার,কোভিড পরবর্তী থিয়েটারের নতুন আঙ্গিক, বিষয়, থিয়েটার মঞ্চের নেপথ্য- শিল্পী দের উপার্জনহীনতা, তাদের পাশে দাঁড়ানো, নতুন প্রজন্মের অংশগ্রহণ,থিয়েটারের ইতিহাসকে উদ্ধৃত করে যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করে থিয়েটারের অগ্রগমন ইত্যাদি।আলোচক অমিত সাহা, সুরজিত ঘোষ এবং বিভুভূষণ সাহা বিস্তৃত ও গভীর আলোচনা রাখেন।নাট্যকর্মী ও ‘থিয়েটার এবং’ পেজের অ্যাডমিন তুহিন শুভ্র মন্ডল ও পাশে আছি দক্ষিণ দিনাজপুর পেজের অ্যাডমিন কৃষ্ণেন্দু সিংহ জানান ‘আগামী পর্ব 29 সেপ্টেম্বর শনিবার রাত আটটায় ।অংশ নিচ্ছেন বিশিষ্ট নাট্যজনেরা- সৌতি চক্রবর্তী( এন এস ডি), পরিমল ত্রিবেদী (মালদা), পার্থপ্রতীম দেব( কলকাতা) এবং অমিতাভ কাঞ্জিলাল ( শিলিগুড়ি)।এছাড়াও অন্যান্য পর্বে থাকবেন নাট্যজন প্রদোষ মিত্র, হারাণ মজুমদার, পার্থ চৌধুরী,কমল দাস,মনোজ গঙ্গোপাধ্যায়, প্রেমাংশু রায় সহ অন্যান্যরা।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *