October 26, 2024

কালিয়াগঞ্জের হরিহরপুরে তৃণমূল কংগ্রেস থেকে ৭০টি পরিবারের অধিকাংশ মহিলাদের গেরুয়া শিবিরে যোগ

1 min read

কালিয়াগঞ্জের হরিহরপুরে তৃণমূল কংগ্রেস থেকে ৭০টি পরিবারের অধিকাংশ মহিলাদের গেরুয়া শিবিরে যোগ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২,আগস্ট: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি দলে যোগদান যেন নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।শনিবার আবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামের ৭০টি পরিবার তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি দলে যোগ দেয়।

যার মধ্যে অধিকাংশই মহিলা।এই দলবদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা ১৮নম্বর মন্ডল কংগ্রেসের সভাপতি তারিণী কান্ত রায়,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা বিজেপির বিশিষ্ট নেতা কমল সরকার,কালিয়াগঞ্জ শহর মন্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ,উৎপল রায়,বিজেপির জোন অব সার্ভার পার্থ মজুমদার এবং বসন্ত কুমার রায় সহ বহু বিজেপির সমর্থকেরা।বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ বলেন মানুষ তৃণমূলের বিভিন্ন কার্যকলাপে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।তাই তৃণমূল কংগ্রেসের অগণতান্ত্রিক কার্য কলাপকে বরদাস্ত করতে পারছেনা।তাই কালিয়াগঞ্জের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিজেপিতে চলে আসছে।কালিয়াগঞ্জ ব্লকের ১৮নম্বর মন্ডল সভাপতি তারিনী কান্ত রায় বলেন কালিয়াগঞ্জ ব্লকের প্রথম সারির বেশ কিছু তৃণমূল নেতা তাদের দলে আসার জন্য যোগাযোগ রেখে চলেছে বলে জানান।বিজেপির জেলা পরিষদ সদস্য কমল সরকার বলেন শুধু পুরুষেরাই নয় দল বেঁধে মহিলাদের বিজেপিতে যোগদান অত্যন্ত তাৎপর্য বহন করে বলে জানান কমল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *