October 26, 2024

পঞ্চফলে পঞ্চভূত স্মরণে আদিবাসী পুলিশদের সন্মান আন্তর্জাতিক আদিবাসী দিবসে : উদ্যোক্তা ড: তাপস পাল

1 min read

পঞ্চফলে পঞ্চভূত স্মরণে আদিবাসী পুলিশদের সন্মান আন্তর্জাতিক আদিবাসী দিবসে : উদ্যোক্তা ড: তাপস পাল

পিছিয়ে পরা ঐতিহ্যময় আদিবাসীদের জন্য বিভিন্ন পদক্ষেপে তাদের নিয়ে ভেবে চলেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: তাপস পাল | ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষে 10ই আগস্ট ইটাহার থানায় উদযাপিত হয় এই অনুষ্ঠান |

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি অভিজিৎ দত্ত, আদিবাসী সামাজিক কর্তা নেপোলিয়ন হেমরম, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের পার্শ্ব শিক্ষক বিপুল কুমার প্রামানিক প্রমুখ |

 

নেপোলিয়ন বাবু জানান, এই দিনটি এতো বিশেষ ভাবে আগে এতো গুরুত্ব কোথায় ছিল তাপস বাবু ও থানার ওসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন | আরও বলেন তাপস বাবুদের মতো শিক্ষাবিদ এবং সমাজ সেবক আছেই বলে অনেক আদিবাসী সংস্কৃতি বেঁচে থাকবে কারণ তারা আদিবাসী নিয়ে প্রচুর কাজ করেই চলেছেন |ইটাহার থানায় কর্তব্যরত আদিবাসী পুলিশকর্তাদের (মনা সোরেন ,এস.আই , Charan Kisku, এ.এস.আই) পঞ্চ ফলে পঞ্চভূত স্মরণে সন্মান জানিয়ে এই বিশেষ দিনটিতে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন ড: তাপস পাল |

পৃথিবীর আদি রীতি সংস্কৃতি ও পরিবেশ বাঁচতে আদিবাসীদের নিয়ে তিনি বিভিন্ন বই লিখেছেন আদিবাসী রিসার্চ মেথডোলজি তার মধ্যে একটি | 1994 সালের জেনারেল এসেম্বলি তে প্রথম আদিবাসী সংরক্ষণ নিয়ে প্রথম আলোচনার শুরু হয় | 2016 রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলি অনুযায়ী 2600 আদি ভাষা হারিয়ে গিয়েছে | তার কাছে বিরহর ট্রাইব ও রাজি ট্রাইব নিয়ে ইতিমধ্যেই দুটো পিএইচডি ও গাড়ো ট্রাইব নিয়ে এম.ফিল অ্যাওয়ার্ড হয়েছে |

বিপুল বাবুও জানান যে তিনি এধরণের অনুষ্ঠানে অংশ নিতে পেরে সত্যিই কৃতজ্ঞ কারণ এই ধরণের অনুষ্ঠান সচরাচর হয় না সবই নতুন পঞ্চফলে পঞ্চভূত, বৃক্ষ-রাখি বন্ধন, সবেতেই প্রকৃতি আর পরিবেশ ভাবনা |আদিবাসী জাতির সাথে প্রকৃতির আরও নিবিড় আত্মীয়তার যোগসুত্র দৃঢ় করতে পালন করেন ‘বৃক্ষ-রাখি বন্ধন’ উৎসব | আদিবাসী সম্প্রদায়কে সন্মান জানিয়ে তিনি এদিন গান বেধেছিলেন |

সকলেই তার এই সম্মানে আপ্লুত | ওসি অভিজিৎ দত্ত বলেন, তাপস বাবু সব সময় অভিনব ভাবনায় পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে বিভিন্ন কর্মসূচি করেই চলেছেন | পঞ্চ ফলে পঞ্চভূত এতো একদম নতুন ভাবনা তার উপরি পাওনা তার স্ব-রচিত গান | এই বিশেষ দিনটি এভাবে উদযাপনের জন্য ওনাকে অনেক ধন্যবাদ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *