October 26, 2024

ভূমিকম্পে কেঁপে উঠল অসম সহ বেশ কিছু রাজ্য !

1 min read

ভূমিকম্পে কেঁপে উঠল অসম সহ বেশ কিছু রাজ্য !

শনিবার অসমের সোনিতপুরে কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫ ৷ এ দিন ভোর ৫টা ২৬ মিনিটে ভূমিকম্প হয় অসমে ৷কম্পনের জেরে আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন৷ তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই৷ওই দিনই আরও একটি ভূমিকম্প হয় গুজরাতে৷ সেই কম্পনের এপিসেন্টার ছিল রাজকোট ৷
এছাড়া উত্তর-পূর্ব ভারতে মিজোরাম, অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও পার্শ্ববর্তী মায়ানমার সীমান্তে ৪টি ভূমিকম্প হয়৷ প্রতিটি কম্পনের রিখটার স্কেলে ২.৮ থেকে ৪.৫ পর্যন্ত গড়ে তীব্রতা ছিল ৷জুলাই মাসেও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে অসমে ৷ গত ২৪ জুলাই ৩.৫ রিখটার স্কেল কেঁপে ওঠে অসমের কার্বি আংলং জেলা ৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল তেজপুরে থেকে ৫৮ কিমি দক্ষিণে৷ এছাড়াও ১৬ জুলাই একই দিনে দু’বার কেঁপে ওঠে অসম ৷ প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.১ ও দ্বিতীয়টির ২.৬ ৷ গত ১৬ জুলাই সকাল ৮টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় অসমের করিমগঞ্জে ৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *