October 26, 2024

বর্তমান লকডাউন নাকি প্রহসন, হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য সাধারণ সম্পাদকের।

1 min read

বর্তমান লকডাউন নাকি প্রহসন, হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য সাধারণ সম্পাদকের।

জয়ন্ত বোস,কালিয়াগঞ্জ।লকডাউন শব্দটি এখন স্টাইল একটি শব্দে রুপান্তরিত হয়ে গেছে। দেশের সাথে এরাজ্যে প্রথম যেদিন লকডাউন নামক শব্দটির সাথে আমজনতার পরিচয় হয় সেদিন থেকে যতদিন গড়িয়েছে বর্তমানের লকডাউন ঠিক করোনা ভাইরাসের মতোই তার রুপের পরিবর্তন ঘটছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষটিও জেনে গেছে এই শতাব্দীর সেরা শব্দ লকডাউন।

৭ আগষ্ট শুক্রবার দিনটি রায়গঞ্জের আকাশ ছিল একদিকে করোনা সংক্রমন ও আতঙ্কের চাদরে ঢাকা অপর দিকে এক নক্ষত্রের আলোয় রায়গঞ্জ আলোকিত ( জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সৌমদীপ দাস এর ফলাফল) ঠিক এমন দিনেই রায়গঞ্জের রাস্তায় গর্জে উঠলো রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন তাদের বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে। এদিন রায়গঞ্জ শহরের বিবিডি মোড়ে রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর নেতৃত্বে ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। তাদের প্রশ্ন লকডাউনের চারিত্রিক পরিবর্তনের ফলে রায়গঞ্জের ব্যবসায়ীরা যেভাবে হয়রানির শিকার হচ্ছেন এমনকি ব্যবসায়ীক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা এককথায় প্রহসন ছাড়া কিছুই না। শুধুমাত্র ব্যবসা বন্ধ রেখে করোনা সংক্রমন ঠেকানো সম্ভব ? আন্দোলনকারী ব্যবসায়ীদের বক্তব্য রাস্তায় ব্যাপক মানুষের ভীড়, টোটো অটো বাস সবকিছুই চলছে সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঝাঁপ বন্ধ রেখে করোনা সংক্রমন ঠেকানোর লকডাউন শুধুমাত্র প্রহসন ছাড়া কিছুই নয়। প্রশাসনিক নির্দেশে যে স্টাইলে লকডাউন চলছে বর্তমানে তাতে করে করোনা সংক্রমনের শৃঙ্খল ভাঙ্গা সম্ভব নয়। কয়েকজন ব্যবসায়ীতো বলেই ফেললেন বর্তমানের লকডাউন পদ্ধতি অনেকটাই বিয়ে বাড়ির মতো। বুধবার বিয়ে, বৌভাত শুক্রবার আর অষ্ট-মঙ্গলা মঙ্গলবার। রায়গঞ্জে মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর বক্তব্য লকডাউন চললে পূর্ণ লকডাউন হোক এবং পূর্ণ লকডাউনে ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন থাকবে কিন্তু প্রহসনে রুপান্তরিত বর্তমানের লকডাউন চলতে থাকলে ব্যবসায়ী বন্ধুরা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভ সমাবেশে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *