October 26, 2024

করোনা আবহে রাখীবন্ধনকে হাতিয়ার করে মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে মাস্ক ও স্যানিটাইজার বিলি করাতে পথে নামলো কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব-

1 min read

করোনা আবহে রাখীবন্ধনকে হাতিয়ার করে মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে মাস্ক ও স্যানিটাইজার বিলি করাতে পথে নামলো কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব-

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তরদিনাজপুর)৪আগস্ট::করোনা আবহে সোমবার সকাল ১১রাখিবন্ধন উৎসবকে হাতিয়ার করে মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব পথে নামলো।সকাল ১১ টায় কালিয়াগঞ্জ শহরের নেতাজী সুভাস রোডে ক্লাবের সম্মুখে রাখীবন্ধন উৎসব উপলক্ষ্যে মাস্ক বিলি কর্মসূচী শুরু হয়। কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের প্রশাসক চঞ্চল রায়, সভাপতি দেবব্রত কর, সম্পাদক পার্থ দে এবং কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের জোন চেয়ারম্যান সুদীপ ভট্টাচার্য সমেত অন্যান্যরা এদিনের কর্মসূচীতে অংশগ্রহন করেছিল।

রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে এই জন সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন প্রসঙ্গে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সভাপতি দেবব্রত কর জানান করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ক্রমশ বাড়ছে, এই অবস্থায় সর্বদা মাস্ক পড়ে থাকা

এবং স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যদপ্তর। করোনা মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের পরামর্শ মেনে সকলেই মাস্ক পড়ে চলুন, এই বার্তা দিতেই লায়ন্স ক্লাবের এই সামান্য প্রচেষ্টা। এদিন কালিয়াগঞ্জ শহরের মেন রোড দিয়ে যাতায়াত করা পথচারীদের পাশাপাশি যানবাহন চালকদের হাতে মাস্ক তুলে দেয় লায়ন্স ক্লাব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *