October 26, 2024

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে রাখি বন্ধন দিবসে ২০০ছাত্র ছাত্রীদের মাস্ক,স্যানিটাইজার,সাবান, খাতা,কলমের সাথে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়-

1 min read

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিকে শিক্ষক সমিতির পক্ষ মাস্ক,স্যানিটাইজার,সাবান, খাতা,কলমের সাথে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)৪আগস্ট: দেরিতে পাওয়া খবরে জানা যায় সোমবার রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে পশ্চিম বঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ২০০জন দরিদ্র ছাত্র ছাত্রীদের হাতে রাখি বন্ধনের রাখি পরিয়ে দেবার সাথে সাথে ছাত্র ছাত্রীদের হাতে মাস্ক,স্যানিটাইজার, সাবান,খাতা,কলমের সাথে সাথে খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা মঃ ইজাবুল হক বলেন ছাত্র ছাত্রীরা আমাদের অত্যন্ত প্রিয়।ওরা আমাদের পুত্র কন্যা সম।রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ওদের আশীর্বাদ করছি ওরা জীবনে প্রতিষ্ঠা পাক,সুন্দর জীবন গড়ে তুলুক ও সুস্থ থাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,বিশিষ্ট তৃণমূল।নেতা নিতাই বৈশ্য,তৃণমূল যুব নেতা রাজু ঘোষ,তৃণমূল নেতা হিরন্ময় সরকার(বাপ্পা),মোস্তাক আলম সহ বেশ কিছু তৃণমূল শিক্ষক নেতাগন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *