October 26, 2024

প্রয়াত হলেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।ট্যুইট করে শোকবার্তা জানালেন রাহুল গাঁধী

1 min read

প্রয়াত হলেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।ট্যুইট করে শোকবার্তা জানালেন রাহুল গাঁধী

প্রয়াত হলেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কয়েকদিন আগে ভর্তি হন বেলভিউতে।সোমেন মিত্র শিয়ালদা আসন থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০০৯ সালে সোমেন মিত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদও হন। পরে আবার ফিরে আসেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস সভাপতি হন। কংগ্রেসের নেতা কর্মীদের প্রিয় ছোড়দার আকস্মিক প্রয়াণে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া।কয়েকদিন ধরে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। আচমকাই, গতকাল রাতে অবস্থার অবনতি হয়। রাত ১টা ৫০ নাগাদ মৃত্যু হয় তাঁর। তবে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আজ সকালে বেলভিউ থেকে দেহ নিয়ে যাওয়া হবে প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে। বেলা ১২টা পর্যন্ত সেখানেই থাকবে দেহ। সেখান থেকে সাড়ে ১২টায় বিধানসভা ভবন। তারপর বিধানসভা থেকে বাসভবন ৩ নম্বর লোয়ার রডন স্ট্রিটে। সেখান থেকে আদি বাড়ি ৪৫ নম্বর আমহাস্ট স্ট্রিটে। তারপর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হওয়ার কথা।প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আকস্মিক প্রয়াণে ট্যুইট করে শোকবার্তা জানালেন রাহুল গাঁধী। ট্যুইটে তিনি লিখেছেন, কঠিন এই সময়ে সোমেন মিত্রের পরিবার ও বন্ধুদের ভালবাসা ও সমবেদনা জানাই। তাঁকে শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে স্মরণ করব।প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে ট্যুইটে শোকবার্তা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি ট্যুইটে লেখেন, কংগ্রেসের প্রবীণ নেতা সোমেন মিত্রের প্রয়াণে শোকাহত। সাংবিধানিক প্রধান হিসেবে বিভিন্ন সময়ে তাঁর পরামর্শে তিনি যে উপকৃত হয়েছেন, তার উল্লেখ করেছেন রাজ্যপাল। সেইসঙ্গেই তিনি লিখেছেন, বাংলা তাঁর অবদানকে চিরদিন মনে রাখবে।সোমেন মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *