October 26, 2024

দক্ষিণ 24 পরগনায় ক্রমাগত করোনা আক্রান্ত বাড়ছে।

1 min read

দক্ষিণ 24 পরগনায় ক্রমাগত করোনা আক্রান্ত বাড়ছে।

দক্ষিণ 24 পরগনায় ক্রমাগত করোনা আক্রান্ত বাড়ছে। এখনও পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় করোনা আক্রান্ত 4738 , গত 24 ঘণ্টায় 178 জন করোনা আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত 3241 জন করোনা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছে 1420 জন. মারা গিয়েছে এখনও পর্যন্ত 77 জন। দক্ষিণ 24 পরগনায় সর্বমোট 79 টি কোন্টাইনমেন্ট জোন করা হয়েছে. সেই কন্সিনমেন্ট জোন গুলি জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন ঠাকুরপুকুর -:মহেশতলা আশুতি১ও আশুতি ২ গ্রাম পঞ্চায়েত ।

বিষ্ণুপুর ১ এর পূর্ব বিষ্ণুপুর ও পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত । বিষ্ণুপুর ২এর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত , কঙ্গনবেড়িয়া গ্রাম পঞ্চায়েত , চন্ডি গ্রাম পঞ্চায়েত , রামকৃষ্ণপুর -বোরহানপুর গ্রাম পঞ্চায়েত , ও বাখরাহাট গ্রাম পঞ্চায়েত । বজবজ ২এর কামরা গ্রাম পঞ্চায়েত ও চকমানিক গ্রাম পঞ্চায়েত । মহেশতলা মিউনিসিপালিটি ওয়ার্ড নম্বর ৩১, ১৪,০৯। পূজালি মিউনিসিপালিটি ওয়ার্ড নম্বর ৯ ও ১০b। বজবজ মিউনিসিপালিটি ওয়ার্ড নম্বর ১৩ ও ১৫, ৪, ৭, ১৯ । বারুইপুর এর শঙ্করপুর ২পঞ্চায়েত ও কল্যাণপুর পঞ্চয়ের । রাজপুর -সোনারপুর মিউনিসিপালিটিওয়ার্ড নম্বর ৩১, ১, ৩০, ৪, ১৭ও ১২, । ভাঙর ২ এর ভোগালী ১পঞ্চায়েত, সানপুকুর পঞ্চায়েত, পোলেরহাট ১পঞ্চায়েত, চালতাবেড়িয়া পঞ্চায়েত, ভগবানপুর পঞ্চায়েত ও বামনঘাটা পঞ্চায়েত ।জয়নগর ২ এর ফুটিগোদা পঞ্চায়েত, শাহজাদপুর পঞ্চায়েত। সোনারপুর এর খেয়াদা ২পঞ্চায়েত বনহুগলী ১পঞ্চায়েত ও সোনারপুর ২পঞ্চায়েত। ভাঙর ১এর প্রাণগঞ্জ পঞ্চায়েত ও জাগুলগাছি পঞ্চায়েত ।ক্যানিং ১এর নিকারীঘাটা পঞ্চায়েত ও দিঘিরপাড় পঞ্চায়েত । ক্যানিং ২এর দেউলী ২পঞ্চায়েত ও সারেঙ্গাবাদ পঞ্চায়েত। বাসন্তীর বাসন্তী পঞ্চায়েত ।ডায়মন্ড হারবার মিউনিসিপালিটি ওয়ার্ড নম্বর ১৩ ও ১০। ডায়মন্ড হারবার ১এর হরিণডাঙ্গা পঞ্চায়েত ও বাসুলডাঙ্গা পঞ্চায়েত । ডায়মন্ড হারবার ২এর নূরপুর পঞ্চায়েত, কামারপোল পঞ্চায়েত ও সরিষা পঞ্চায়েত । ফলতা বঙ্গনগর ২পঞ্চায়েত ও ফতেপুর পঞ্চায়েত । মাগরাহাট ১এর উস্তি পঞ্চায়েত ও সিরাকোল পঞ্চায়েত । মাগরাহাট ২এর ধামুয়া উত্তর পঞ্চায়েত ও নৈনান পঞ্চায়েত, মথুরাপুর ১এর দেবীপুর পঞ্চায়েত । কুলপি কামারচক পঞ্চায়েত, করঞ্জলি পঞ্চায়েত ও কুলপি পঞ্চায়েত। মন্দিরবাজার ঘাটেশ্বর পঞ্চায়েত, দক্ষিণ বিষ্ণুপুর পঞ্চায়েত, গাববেড়িয়া পঞ্চায়েত ও কৃষ্ণপুর পঞ্চায়েত । মথুরাপুর ২এর কাশিনগর পঞ্চায়েত, কৌতলা পঞ্চায়েত, খাড়ি পঞ্চায়েত ও রায়দিঘি পঞ্চায়েত। কাকদ্বীপ স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত, প্রতাপাদিত্যনগর পঞ্চায়েত , বাপুজি পঞ্চায়েত, ঋষি বঙ্কিম পঞ্চায়েত ও রামগোপালপুর পঞ্চায়েত ।পাথরপ্রতিমা হেরোম্বোগোপালপুর পঞ্চায়েত , পাথর প্রতিমা পঞ্চায়েত , ব্রজবল্লবপুর পঞ্চায়েত, সীতারাম পুর পঞ্চায়েত, দিগম্বর্পুর পঞ্চায়েত, পূর্ণ চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ও রামগঙ্গা পঞ্চায়েত । সাগর এর মুরিগঙ্গা পঞ্চায়েত ও ধসপাড়া সুমতীনগর ১পঞ্চায়েত । নামখানার নামখানা পঞ্চায়েত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *