October 26, 2024

ভিক্ষুকরা ই করোনা ছড়াচ্ছে দাবি প্রশাসনের।

1 min read

                                      ভিক্ষুকরা ই করোনা ছড়াচ্ছে দাবি প্রশাসনের।

পিয়া গুপ্তা চক্রবর্তী,  ভিক্ষুকরা আপনাদের কাছে অর্থ চাইতে এলে, তাঁদেরকে অর্থ সাহায্য করবেন না। কারণ, তাঁরা হয়ত করোনা ছড়িয়ে দিচ্ছে। সম্প্রতি চণ্ডীগড় প্রশাসনের পক্ষ থেকে রবিবার একটি নির্দেশিকা জারি করে এমনই বলা হয়েছে সেখানে।চণ্ডীগড় প্রশাসনের পরামর্শদাতা মনোজ পারিদা ট্যুইট করে সাধারণ মানু্ষের কাছে এই আবেদন করেছেন।তার এই ট্যুইট এ বহু মানুষের সাথে বিতর্কে জড়িয়েছেন তিনি। তার এই নিম্ন রুচির কথা শুনে অনেকেই তার উপর ক্ষিপ্ত।উল্লেখ্য সম্প্রতি চণ্ডীগড়ে করোনা সংক্রমণের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে।

এখনও পর্যন্ত ৮৮৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে যার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে ।দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। লকডাউন করেও সেই আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রশাসন তাই একের পর এক নতুন নতুন নির্দেশিকা জারি করে রাশ টানতে চাইছে সংক্রমণের। প্রশাসনের পক্ষ থেকে লিখিত ভাবে নির্দেশিকা জারি করা হয়েছেযেখানে বলা হয়েছে ভিক্ষকু দের অর্থ দেবেন না।

। শুধু চণ্ডীগড় নয়, দেশের সর্বত্রই ট্রাফিক সিগন্যালে ভিক্ষাপোজীবী মানুষকে দেখা যায়, যাঁরা সিগন্যালে দাঁড়িয়ে পড়া গাড়ি থেকে অর্থ সংগ্রহ করে কোনওমতে দিন কাটান। তাঁদের জন্য এমন নির্দেশিকা বিতর্ক তৈরি করতে পারে জেনেও কেন এটি জারি করা হল?‌ সেই বিষয়েও স্পষ্ট করা দিয়েছে চণ্ডীগড় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *