October 26, 2024

কালিয়াগঞ্জ রেল স্টেশনকে মডেল রেলস্টেশন ও বাঙ্গালবাড়ি স্টেশনে রেক পয়েন্টস করার তোড়জোড় শুরু বিজেপির

1 min read

কালিয়াগঞ্জ রেল স্টেশনকে মডেল রেলস্টেশন ও বাঙ্গালবাড়ি স্টেশনে রেক পয়েন্টস করার তোড়জোড় শুরু বিজেপির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)২৫,জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের বিভিন্ন দিক দিয়ে গুরুত্ব থাকায় এই স্টেশনকে মডেল স্টেশন এবং বাঙালবাড়ি রেল স্টেশনে রেক পয়েন্টস করার জোর তৎপরতা শুরু করলো উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন আমরা উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার কে এক গুছ দাবি ইতিমধ্যেই জমা দিয়েছি। তাই ২০২১ সালের এই রাজ্যের বিধান সভা নির্বাচনের পূর্বেই যাতে কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে সবুজ সংকেত পাওয়া যায় তার জন্য দিল্লিতে চলছে জোর তদ্বির তদারকি। বলেন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

বিশ্বজিৎবাবু আরো জানান তার জন্য রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধারী যথেষ্ট তৎপরতার সাথে দিল্লীর রেল মন্ত্রকের সাথে কথা বার্তা শুর করেছেন বলে জানান।জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন উত্তর দিনাজপুর জেলার রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি।কেন্দ্রীয় মন্ত্রী হবার পর দেবশ্রী চৌধুরী ভারত-বাঙলা দেশ সীমান্তের রাধিকাপুর থেকে হাওড়া যাবার একটি এক্সপ্রেস ট্রেন চালু করেছেন।

তবে ট্রেন পাওয়া গেলেও ট্রেনের সময় নিয়ে এই এলাকার মানুষ কেও খুশি নন।বিশ্বজিৎ বাবু বলেন ট্রেনের সময় পরিবর্তন খুব স্বত্ৰপাওয়া গেলেও তার সময় নিয়ে এই এলাকার যাত্রীদের মধ্যে যে ক্ষোভ আছে সেই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় মন্ত্রী চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিশ্বজিৎ বাবু জানান।যদিও বিজেপির রেলের পরি কাঠামো নিয়ে তৎপরতাকে তৃণমূল সম্পাদক অসীম ঘোষ ২০২১ শের বিধান সভা নির্বাচনের ললি পপ দেখানো ছাড়া আর কিছুই নয়।অসীম ঘোষ বলেন রাধিকাপুর স্টেশনে নুতন গেজ বসানো হবে দুই বছর থেকে শুনে আসছি।কিনতু কোন কাজ হয়নি বলে তিনি জানান।এখন ভোট আসছে তাই বিজেপি কাজের ফিরিস্তি দিচ্ছে।এতদিন কোথায় ছিলেন তারা বলে প্রশ্ন করেন?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *