October 26, 2024

লকডাউন সফল করতে সকাল থেকে মালদহে রাস্তায় অভিযান পুলিশের

1 min read

লকডাউন সফল করতে সকাল থেকে মালদহে রাস্তায় অভিযান পুলিশের

মালদাঃ লকডাউন সফল করতে সকাল থেকে মালদহে রাস্তায় অভিযান পুলিশের। লকডাউনকে উপেক্ষা করে এদিন মালদহের বেশ কয়েকটি জায়গায় কিছু ব্যবসায়ী দৈনিক সবজি বাজার নিয়ে বসেন। অধিকাংশ ক্ষেত্রেই ধাওয়া করে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। মালদা শহরের সদরঘাট,

320 মোর, ঝলঝলিয়া প্রভৃতি এলাকায় ধরা পড়ে এই ছবি। বেশ কিছু এলাকায় সবজি ব্যবসায়ীদের দাঁড়িপাল্লা ও বাটখারা বাজেয়াপ্ত করে পুলিশ। এর পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হয় ।

প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তাতেই সকাল থেকে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। অকারণে বাইরে বেরনো লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় লাঠিপেটা করে পুলিশ। পুলিশি অভিযানের জেরে বেলা বাড়তেই শহর কার্যত শুনশান হয়ে যায়।

লকডাউন সার্বিক চেহারা নেয় মালদহে। অতিরিক্ত পুলিশ সুপার থেকে ইংরেজবাজার থানার আইসি সহ পদস্থ পুলিশ আধিকারিকরা রাস্তায় নামেন। উল্লেখ্য উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ মালদহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *