October 26, 2024

কালিয়াগঞ্জে  আবারও  করোনা সংক্রমনে দুই জন আক্রান্ত

1 min read

কালিয়াগঞ্জে  আবারও   করোনা সংক্রমনে দুই জন আক্রান্ত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)২৩জুলাই: কালিয়াগঞ্জ শহরে করোনা সংক্রমনের প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করলেও করোনা তার বেপরোয়া গতিবিধি অব্যাহত বজায় রেখেই চলেছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বুধবার একটি প্যাথলজি ক্যাল প্রতিষ্ঠানের এক কর্মীর লালা রসের রিপোর্ট এলে তাতে পজেটিভ দেখা যায়।একইদিনে বিকেলের পর কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জনৈক এম্বুলেন্স চালকের লালারসের রিপোর্ট এলে দেখা যায় সেখানেও পজেটিভ দেখা যায়।

এদের দুজনকেই স্বাস্থ্য দপ্তর তড়িঘড়ি রায়গঞ্জ কোভিড -১৯ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বুধবার সন্ধ্যা য় কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসক কার্তিক পাল বলেন আমরা সাধ্যমত করোনা প্রতিরোধে সবরকম ব্যবস্থা নিয়েছি এবং প্রতিনিয়ত নিচ্ছি।তথাপি কালিয়াগঞ্জের পৌর নাগরিক বৃন্দের কাছে স্বনির্বন্ধ আবেদন আপনারা সব কিছু শুনছেন দেখছেন তাই আপনার এবং পরিবারের শ্বার্থে সরকারী নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করুন।বিনা প্রয়োজনে বাড়ীর বাইরে একদম নয়,মাস্ক ছাড়া কোনভাবেই বাড়ীর বাইরে যাবেন না,হাতকে বার বার স্যানিটাইজার দিয়ে ধুয়ে নেবেন।বিনা কারণে আতঙ্কিত হবেন না, গুজব কোন ভাবেই ছড়াবেন না।কালিয়াগঞ্জ পৌর সভা সবসময় আপনার পাশে আছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *