October 25, 2024

 কালিয়াগঞ্জ থানায় পুলিদের সাথে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি

1 min read

 কালিয়াগঞ্জ থানায় পুলিদের সাথে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)১৫ জুলাই:হেমতাবাদের বিজেপি বিধায়ক প্রয়াত দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে বুধবার কালিয়াগঞ্জ থানায় বেলা দেড়টায় বিজেপি একটি বিশাল বিক্ষোভ মিছিল সুকান্ত মোড়ের বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুদরি বাজার মসজিদ মোড় হয়ে থানায় প্রবেশ করতে গেলে বিজেপি সমর্থকদের সাথে পুলিশের শুরু হয়ে যায় ব্যাপক ধস্তাধস্তি।বিজেপি সমর্থকেরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে তারা বাধা দেবার আপ্রাণ চেস্টা করে।

 

এর পর কালিয়াগঞ্জ থানার আই সি ঘটনার বেগতিক দেখে দ্রুত ডেপুটেশন কারীদের স্যমনে ছুটে আসে,তাদের বোঝানোর চেষ্টা করলে ধীরে ধীরে বিক্ষোভ আয়ত্বের মধ্যে আসে। দীর্ঘক্ষণ পুলিশের সাথে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি চললেও যদিও কোন পক্ষই আহত হয়নি বলে জানা যায়।পুলিশ ডেপুটেশন কারীদের থানার মধ্যে প্রবেশ করতে না দেওয়ায় অবশেষে ডেপুটেশন কারীরা থানার গেটের সামনে বসে পরে বিক্ষোভ দেখতে শুরু করে দেয়। কালিয়াগঞ্জ থানার গেটে কালিয়াগঞ্জ বিধান সভার কনভেনার জগন্নাথ ভট্টাচার্য পুলিশকে লক্ষ করে বলেন তৃণমূলের এই লেজুর বাহিনী তাদের বিজেপি বিধায়কের মৃত্যু রহস্যকে শাসক দলের কথামত আত্মহত্যা বলে আসল রহস্য ধামাচাপা দিয়েছে।আমরা এই মিথ্য ও উদ্দেশ্য প্রণোদিত ময়না তদন্তের ধীক্কার ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।আমরা রাজ্য সরকারের সি আই ডি কে দিয়ে তদন্ত মানছিনা।

আমরা চাই প্ৰকৃত ঘটনা সি বি আই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক বিধায়ক দেবেন রায়ের মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে।বুধবারের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক গৌতম বিশ্বাস।কালিয়াগঞ্জ বিধান সভার দলীয় পর্যবেক্ষক তথা জেলা পরিষদ সদস্য কমল সরকার,১৮নম্বর মন্ডল সভাপতি তারিনি কান্ত রায়,১৯নম্বর মন্ডল সভাপতি উৎপল রায় কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,কালিয়াগঞ্জ শহর মন্ডলের সাধারণ সম্পাদক অমিত সাহা,বিজেপির উত্তর দিনাজপুর জেলার সম্পাদক গৌতম বিশ্বাস,মহিলা জেলা সম্পাদিকা দোলা মোদক,পম্পা দেব চৌধরী,ও উৎপল মজুমদার সহ বহু বিজেপি সমর্থকেরা।অবস্থান বিক্ষোবের পর ১০ দফা দাবি নিয়েএকটি স্মারকলিপি কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুইকে দিলে তিনি তা গ্রহণ করেন এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন বলে জানান।বিজেপি নেতা উৎপল রায় বলেন এই সমস্ত তৃণমূলের দালালরা ভেবেছে আমরা ইচ্ছামত হয়কে নয় করতে পারি।কিন্তূ আপনাদের দিন শেষ হয়ে আসছে।আর শুধরানোর সময় পাবেন না।অবস্থান বিক্ষোবের পর ১০ দফা দাবি নিয়েএকটি স্মারকলিপি কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুইকে দিলে তিনি তা গ্রহণ করেন এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন বলে জানান।ডেপুটেশনে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী দোলা মোদক, পম্পা দেব চৌধরী,তারিনি কান্ত রায়,উৎপল মজুমদার,বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ, বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক অমিত সাহা সহ বহু সমর্থকেরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *