October 26, 2024

সিবিআই দিয়ে তদন্তের দাবির সাথে জেলা জুড়ে প্রতিবাদের ঝাড় তুলবে রাজবংশী সমাজের নেতা রূপক রায়

1 min read

সিবিআই দিয়ে তদন্তের দাবির সাথে জেলা জুড়ে প্রতিবাদের ঝাড় তুলবে রাজবংশী সমাজের নেতা রূপক রায়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর),১৩ জুলাই:উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্তুর ঘটনাকে সিবিআই দিয়ে তদন্ত করে দোষীদের অবিলম্বে কঠোর সাজার ব্যবস্থার দাবির সাথে জেলার রাজবংশী সমাজ আগামী বুধবার থেকে ব্যাপক আন্দোলনে আন্দোলনে নামতে চলেছে।রাজবংশী সমাজের নেতা রূপক রায় সোমবার কালিয়াগঞ্জে জানালেন।

রাজবংশী সমাজের নেতা রূপক রায় বলেন সহজ সরল মানুষ বিধায়ক দেবেন্দ্র নাথ রায় যে আত্মহত্যা করতে পারে একথা কেও কোনদিন বিশ্বাস করতে পারেনা।আসলে রাজবংশী সমাজের ভালো নেতাদের অনেকেই সহ্য করতে পারেনা।তাই আমরা রাজবংশী সমাজের একজন দক্ষ নেতাকে অকালে হারালাম। আমরা রাজবংশী সমাজের মানুষ সরকারের পুলিশদের বলতে চাই অবিলম্বে প্ৰকৃত দোষীদের খুঁজে বের করতে না পারা পর্যন্ত আমরা আমাদের জেলা ব্যাপী আন্দোলন চালিয়ে যাবো। কালিয়াগঞ্জের রাজবংশী সমাজের ডাইনামিক নেতা সোমবার সকালে বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর খবর জানতে পাড়ার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলা র রাজবংশী সমাজের অন্যান্য নেত্রীত্বের সাথে কথা বলেন এবং ব্যাপক আন্দোলনে নামার প্রস্তুতি নিযে বুধবার থেকে তা শুরু করা হবে বলে জানা।।খবর নিয়ে জানা যায় সোমবার সকালে বিধায়কের বাড়ি থেকে সামান্য কিছু দূরে একটি দোকানের সামনে বালিয়া মোড় নামে একটি স্থানের একটি দোকানের সামনে হাত বাঁধা অবস্থায় মৃত অবস্থায় ঝুলতে দেখা যায়।তাকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মৃতদেহ কে বা কাহারা দেখেই চিৎকার চেঁচামেচি শুরু করলে কিছুক্ষনের মধ্যেই চতুর্দিক থেকে মানুষ ছুটে আসে।খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থেকে পুলিশ বাহিনী।পরিবারের লোকেদের অভিযোগ তাকে খুন করা হয়েছে।মৃতের পরিবারদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায় বিধায়ক নির্বাচিত হবার পূর্বে তিনি বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।২০১৬সালে সিপিএম -কংগ্রেস জোটের টিকিটে হেমতাবাদ বিধান সভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন বিজেপির দলীয় বিধায়কের আসল মৃত্যু রহস্য উন্মোচনের জন্য সিবিআইকে দিয়ে এর তদন্ত শুরু করা হোক বলে জোরালো দাবি করেন।তিনি বলেন এর প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলায় আগামী কাল মঙ্গলবার ১২ ঘন্টা সর্বাত্মক বন্ধ ডাকা হয়েছে বলে বিশ্বজিৎ লাহিড়ী জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *