October 23, 2024

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে রূপায়িত হলদিবাড়ি পৌর-মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হলো

1 min read

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে রূপায়িত হলদিবাড়ি পৌর-মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হলো

কোচবিহার অমিত সরকার :উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে রূপায়িত হলদিবাড়ি পৌর-মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হলো রবিবার এদিন এই বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, জেলাশাসক পবন কাদিয়ান সহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা।সম্প্রতি দক্ষিণ বড় হলদিবাড়ি রাঙ্গাপানী মহাশ্মশানে নির্মাণ করা এই বৈদ্যুতিক চুল্লির উদ্বোধনের উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় ২ কোটি ৮৫ লক্ষ ৫ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে প্রায় দুই বছর আগেই এর নির্মাণ কাজ শেষ করে দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার সংস্থা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে চালু হলো এই বৈদ্যুতিক চুল্লি। এদিনই চুল্লির উদ্বোধনের পর খুশির আবহ গোটা হলদিবাড়ি জুড়ে।

এই বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এই মুহূর্তে বৃক্ষচ্ছেদন প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে।তাই এই বৈদ্যুতিক চুল্লি প্রতিটি শ্মশানে প্রতিষ্ঠা করা একান্তভাবেই বাঞ্ছনীয়। সে কথা চিন্তা করেই এই শ্মশানে বৈদ্যুতিক চুল্লি স্থাপন করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। তিনি বলেন, ৪০মিনিটে একটি শব দাহ করা সম্ভব হবে এই বৈদ্যুতিক চুল্লিতে। এর পাশাপাশি শব দেহের পোড়া ছাই কখনোই চিমনি দিয়ে নির্গত হবেনা। অত্যাধুনিক পদ্ধতিতে এটি জমা হবে একটি ড্রয়ারে। এর ফলে দূষিত হবে না পরিবেশ। এই কাজ করতে পেরে তিনি আপ্লূত বলে এদিন জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *