October 26, 2024

কালিয়াগঞ্জ পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে পার্থেনিয়াম নিধন ও জঞ্জাল মুক্ত অভিযান

1 min read

কালিয়াগঞ্জ পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে পার্থেনিয়াম নিধন ও জঞ্জাল মুক্ত অভিযান

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর),৩০ জুন:করোনার প্রভাব থেকে মুক্ত না হতেই মরার উপর খাঁড়ার ঘায়ের মত উপদ্রপ শুরু গিয়ে গেছে ডেঙ্গুর।ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের ১৭ টি ওয়ার্ডে চলছে মঙ্গলবার থেকে পারথেনিযাম গাছ

নিধনের সাথে সাথে ওয়ার্ডে ওয়ার্ডে স্যানে টাইজেশন ও জঞ্জাল মুক্ত কর্মযজ্ঞ।মঙ্গলবার কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল পৌর সভায় এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন একদিকে করোনার প্রভাব লাফিয়ে লাফিয়ে বাড়ছে,অন্যদিকে বর্ষা শুরু হয়ে যাওয়ায় ডেঙ্গুর আতঙ্ক মানুষের মনে বাসা বাঁধছে।আমরা কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে সবাইকে সতর্ক করে দিতে চাই।সেই কারণে পৌর সভার পক্ষ থেকে পৌর শহরের ১৭টি

ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং পৌর শহরকে পার্থেনিয়াম গাছ মুক্ত শহর করতে সাফাই কর্মীদের দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি।তারা একদিকে যেমন পার্থেনিয়াম গাছ কাটছে তেমনি শহরকে জঞ্জাল মুক্ত করার কাজ শুরু করে দিয়েছে।পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল বলেন কালিয়াগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন পৌর সভার আছে তেমনি পৌর শহরের নাগরিকদেরও দায় দায়িত্ব আছে।শহরের নাগরিকদের নিজেদের বাড়ির আশে পাশে কোন ভাবেই ডেঙ্গুর বাসা বাঁধার ব্যবস্থা কারো অজান্তে না হয় সেদিকে সর্বদা নজর রাখতে হবে।পৌর প্রসাশক বলেন আমরা কোন ভাবেই ডেঙ্গুর বিস্তার ঘটতে দেবনা।তিনি বলেন আমাদের পৌরসভার কর্মীরা আপনার বাড়িতে গেলে ডেঙ্গুর ব্যাপারে বাড়ির চারপাশে দেখিয়ে দেবেন তারাই আপনাকে ডেঙ্গুর ব্যাপারে মূল্যবান উপদেশ দেবেন।আপনাদের সবার সহযোগিতায় আমরা যেন কালিয়াগঞ্জ শহরকে ডেঙ্গু মুক্ত শহর করতে পারি।তার জন্য সবাইকেই দায়িত্বশীল হতে হবে।আমরা সবাই মিলে করোনাকে যেমন মোকাবিলার চেষ্টা করে যাচ্ছি তেমনিভাবেই ডেঙ্গুকে মোকাবিলায় নামতে হবে বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *