October 7, 2024

সিনিয়ার জাতীয় মহিলা ফুটবলে বাংলা দলের হয়ে খেলবার সুযোগ পেলো প্রত্যন্ত গ্রামের সরলা উচ্চ বিদ্যালয়ের মিনি ও বুলি।

1 min read

তপন চক্রবর্তী :(বর্তমানের কথা)-সিনিয়ার জাতীয় মহিলা ফুটবলে বাংলা দলের হয়ে খেলবার সুযোগ পেলো প্রত্যন্ত গ্রামের সরলা উচ্চ বিদ্যালয়ের মিনি ও বুলি।সোমবার এক সাক্ষাৎকারে সরলা ভুপেন্দ্র নাথ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: সত্যজিত সরকার জানান তার বিদ্যালয় থেকে মোট তিন জন ছাত্রী বাংলার মহিলা সিনিয়ার ফুটবল দলে খেলবার সুযোগ পেয়ে যাওয়ার কথা থাকলেও অসুস্থতার কারনে সুনিতা সরকার যেতে পারছে না। কিন্তু মিনি রায় ও বুলি সরকার ইতি মধ্যেই সুযোগ পেয়ে বর্তমানে কলকাতার বেলঘড়িয়া স্টেডিয়ামে প্রশিক্ষন নিচ্ছে। প্রধান শিক্ষক জানা যে তাদের বিদ্যালয়ের দুই মেয়ে বাংলার সিনিয়ার দলের মহিলা ফুটবলার দের সাথে আগামী ২৪ শে জানুয়ারী উড়িষ্যাড় কটকের উদ্দেশ রইনা হবে।
কটকে আগামী ২৯ শে জানুয়ারী থেকে ১৪ ফ্রেব্রুয়ারী পর্যন্ত জাতীয় সিনিয়ার মহিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। প্রধান শিক্ষক আরও বলেন মিনি ও বুলি অন্তত দরীদ্র ঘরের মেয়ে।মিনি এবং বুলির বাবা দিন মজুর তাদের মেয়েরা খেলা ধুলার ক্ষেত্রে এই অসাধারন সাফল্য পেলেও তারা এইসব নিয়ে কোনো মাথা ঘামায় না। তার কারন হচ্ছে তাদের দিন আনতে পান্তা ফুরায় মেয়েদের চিন্তা করার সময় নেই। প্রকাশ থাকে যে মিনি রায় স্টপার এবং বুলি সরকার গোল কীপার হিসাবে খেলে। গঙ্গারাম পুর সাব ডিভিসনাল স্পোট্রস এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক বিভূতি চক্রবর্তী এক সাক্ষাৎ কারে বলেন সরলা উচ্চ বিদ্যালয়েরy ছাত্রীরা ফুটবল খেলার ক্ষেত্রে পর পর যে ভাবে সাফল্য পাচ্ছে তাতে দক্ষিন দিনাজপুর জেলা র্গভবোধ করে। মিনি রায় ও বুলি সরকার কে অভিন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *