কালিয়াগঞ্জ এর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘঠন মিনি ট্রাক অ্যাসোসিয়েশন INTTUC প্রকাশ্যে মাইকিং পুলিশি অত্যাচার জুলুমবাজের বিরুদ্ধে
1 min readজয়ন্ত বোস ,( বর্তমানের কথা) :পঃবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরের মাধ্যমে সারা রাজ্য ব্যাপী যে উন্নয়নের কর্মধারা অব্যাহত তার মধ্যে স্বরাষ্ট দপ্তরের অধীন পুলিশ প্রশাষনের দ্বারা Safe Drive Save Life প্রকল্পটি একটি আলাদা মাত্রা পেয়েছে যেখানে দুর্ঘটনা রুখতে সকল পুলিশ আধিকারিকরা নিরলস পরিশ্রম করে চলেছেন. সেখানে কালিয়াগঞ্জ এর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘঠন মিনি ট্রাক অ্যাসোসিয়েশন
INTTUC প্রকাশ্যে মাইকিং করে পুলিশি অত্যাচার ও জুলুমবাজের বিরুদ্ধে সরব হয়ে প্রকাশ্য জনসভার আয়োজনের ঘোসনা করছেন তাতে করে মা মাটি মানুষের সরকারের সামগ্রিক উন্নয়ন কে প্রশ্ন চিহ্নের সামনে দার করিয়ে দিচ্ছে নয় কি ??