সরকারি বাসের রেষারেষিতে মৃত ২, উত্তপ্ত চিংড়িঘাটা এলাকায়
1 min readপ্রীতম সাঁতরা (বর্তমানের কথা) : শহরে বাসের রেষারেষিতে প্রাণ হারাতে হল ২ সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে চিংড়িঘাটা এলাকায়। জানা গিয়েছে বাসটি চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল। ঘটনাটিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় চিংড়িঘাটা এলাকা। একের পর এক বাসে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। জ্বলন্ত অবস্থায় একটি বাস সামনে দাঁড়িয়ে থাকা আর একটি বাসে ধাক্কা মারে, আর এই ভাবেই বাস গুলিতে আগুন লেগে যায়। সূত্রের খবর, ততক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ এসে লাঠি চালায় উপস্থিত জনতার ওপর। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইটবৃষ্টি।সূত্রের মারফত আরও জানা গিয়েছে, সিগনাল উপেক্ষা করে একটি সরকারি বাস চিংড়িঘাটা মোড় থেকে সেক্টর ফাইভের দিকে ঘুরতে গেলে, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ২ স্থানীয় সাইকেল আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই সাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিলেন। সিগনাল ভেঙে সরকারি বাসটি ওই দুই যাত্রীকে ধাক্কা মারে, তারপর বাসটির পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই দুই যুবকের। বেলেঘাটা ট্রাফিক গার্ডের সামনে এভাবে অ্যাক্সিডেন্টের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সংলগ্ন সুকান্তপল্লীর বাসিন্দারাও। তার ফলে বেশ কয়েকটি সরকারি বাস ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় তারা। তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তাদের আয়ত্তে আনতে লাঠি চার্জ করে পুলিশ। সমগ্র ঘটনায় এম বাইপাস সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।