October 28, 2024

মাউন্ট মেয়ন আগ্নেয়গিরি জেগে উঠল ফিলিপিন্সের

1 min read
বর্তমানের কথা :-মাউন্ট মেয়ন আগ্নেয়গিরি জেগে উঠল ফিলিপিন্সের গত ১৩ই জানুয়ারি থেকে ক্রমাগত ওই আগ্নেয়গিরি থেকে লাভা আর ছাই নির্গত হয়ে ঢেকে গিয়েছে ফিলিপিন্সের আলবে এলাকা ঘন ধোঁয়ায় আকাশ পথে ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত আচ্ছন্ন হয়ে গিয়েছে ঝোড়ে হাওয়ায় সঙ্গে অগ্নুৎপাতের ছাই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছেপ্রশাসনের তরফে সতর্কতা জারি করে আগ্নেয়গিরিরচারপাশে আট কিলোমিটার এলাকায় জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে এলাকা থেকে ৪০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছেসোমবারও একটি বিস্ফোরণের জেরে আগ্নেয়গিরি লাগোয়া শহর লেগাস্পি ছাইয়ের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছে। এর আগে ২০১৪ সালে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৬০ মিটার উঁচু মাউন্ট মেয়নে অগ্ন্যুৎপাত হয়েছিল। তারও আগে  ১৮১৪ সালে এই আগ্নেয়গিরির ভয়াবহতায় চাপা পড়ে যায় কাগসাওয়া শহর। সেই ঘটনায় মৃত্যু হয় এক হাজারের বেশি মানুষের। জারি করেছে প্রশাসন এবারেরবিপদের আশঙ্কাতে চূড়ান্ত সতর্কতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *