October 12, 2024

কালিয়াগঞ্জের ভ্রাম্যমাণ সাহিত্য আসরে শ্রীমতি নদীর সংস্কার আলোচনায় স্থান পেল

1 min read
তপন চক্রবর্তীঃ-  উত্তরদিনাজপুর জেলার  কালিয়াগঞ্জের একমাত্র ভ্রাম্মমান সাহিত্য সংস্থা প্রতীতির সাহিত্য আসরে একঝাঁক  কবি ও সাহিত্যিকদের আলোচনায় উঠে এলো কালিয়াগঞ্জের এতিহ্যবাহি মজে যাওয়া ও বেদখল হয়ে যাওয়া  শ্রীমতি নদীর সংস্কারের বিষয়টি।সাহিত্য আসরে শ্রীমতি নদী নিয়ে আলোচনার আগে সাহিত্য আসরে কবিতা পাঠ করে শোনান নয়াবাজার থেকে আসা উঠতি কবি অজিত ঘোষ। অনাথবন্ধু মহাতা।কবি সুশান্ত রায় তার বালুরঘাটের খাঁ পুরের সইসবের স্মৃতিমন্থন করেন কিছুটা সময় ধরে।কালিয়াগঞ্জের বিশিষ্ট সংগীত শিল্পী মহুয়া আইচ তার সুন্দর কন্ঠে বেশ কয়েকটি সংগীত পরিবেশন করলে উপস্থিত সবাই তার প্রসংসা করেন।কবিতা পাঠ করেন নন্দিতা চক্রবর্তী।সাহিত্য আসরে  কবি ডক্টর কাঞ্চন দে বিলুপ্তির পথে যাওয়া দক্ষিণ দিনাজপুর জেলার পুতুল নাচ নিয়ে সুন্দর আলোচনা করেন।সাহিত্য আসরে কবি ধিতশ্রী রায়ের গল্প পাঠ ছিল অসাধারণ।আসরের শেষ পর্যায়ে শ্রীমতি নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কবি অরুন দাস।তিনি তার আলোচনায় শ্রীমতি নদীর সংস্কার করে তাকে বহমান শ্রীমতি নদীতে পরিণত করা যায় তার দায়িত্ব সরকারকে নিতে হবে।অবিলম্বে শ্রীমতি নদীর সংস্কার করে শ্রীমতির শ্রী ফিরিয়ে আনতে হবে। অধিকাংশ সদস্য অরুন দাসের ব্যক্তব্য ও দাবিকে জোরালো সমর্থন জানায়।অধিকাংশ সদস্যরা বলেন কালিয়াগঞ্জের শ্রীমতি নদীকে বাঁচাতে কালিয়াগঞ্জ বাসীদের সংগঠিত হতে হবে নিজেদের স্বার্থেই। জানা যায় কালিয়াগঞ্জের ভ্রাম্মামান সাহিত্য সংস্থার 41তম বছরের9বম আসর এবার বসেছিল কালিয়াগঞ্জ স্কুল পাড়ার  ডাক্তার অনাথবন্ধু মাহাতার বাসগৃহে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডাক্তার মাহাতার স্ত্রী শুক্লা সরকার মাহাতা ও তার কন্যা অনুষ্কা মাহাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *