October 12, 2024

ইসলামপুর ব্লকের রামগঞ্জ থেকে আগডিমটি পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read

রোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃইসলামপুর:ইসলামপুর ব্লকের রামগঞ্জ থেকে আগডিমটি পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার শিলান্যাস হল মঙ্গলবার।এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে যে  রাজ্যব্যাপি প্রায় সাতচল্লিশ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন তার মধ্যে ইসলামপুর ব্লকের ওই রাস্তাও সেই স্বীকৃতি পেল।এদিন আগডিমটি ফুটবল ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই রাস্তার এই শিলান্যাস পর্বে উপস্থিত ছিলেন বিডিও শতদল দত্ত,জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধক্ষ হাফিজউদ্দিন,প্রধান তাহের আলম,উপ প্রধান রূপবান বেগম এবং সমাজ কর্মী জাকির হোসেন।গ্রামের সঙ্গে শহরের নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এই রাস্তা নির্মাণের প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে দেখে খুশির আমেজ এলাকার বাসিন্দাদের মধ্যে।বিডিও শতদল দত্ত জানান,যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই এলাকার উন্নয়ন সম্ভব।তাই মুখ্যমন্ত্রীর রাজ্য ব্যাপী বিভিন্ন রাস্তার এই শিলান্যাস অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *