তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর ঃ– বৃহস্পতিবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের নির্দেশে বাইক আরোহী সহ যাত্রীবাহী গাড়ির চালকদের সচেতন করতে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হল।কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রাযের নেতৃত্বে কালিয়াগঞ্জ থানার টাউনবাবু অতনু চক্রবর্তী প্রতাপ মিশ্র এবং বেশ কিছু সিভিক ভলান্টিয়ার এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।শহরের বাইক আরোহীদের পুলিশ প্রশাসন থেকে অনুরোধ করা হয় শুধু মাথায় হেলমেট পড়লেই হবেনা বাইক আরোহীদের বুট পরে বাইক চালাতেহবে।
তবেই তাদের পুরোপুরি নিরাপত্তা থাকবে বাইক চালানোর ক্ষেত্রে।কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় হাতজোড় করে সবাইকে অনুরোধ করে বলেন আমরা আপনাদের মঙ্গল কাম নার স্বার্থে আপনাদের পথ নিরাপত্তার স্বার্থেই আমাদের অনুরোধ।বেশ কিছুক্ষণ ধরে শহরের বিবেকানন্দ মোড়ে এই সচেতনতা কর্মসূচি পালন করা হয়।কালিয়াগঞ্জ থানার টাউনবাবু অতনু চক্র বর্তী বলেন প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনার পরিমান বেড়ে যাচ্ছে তাতে আমরা চিন্তিত।তাই নিজের ও পরিবারের স্বার্থের কথা চিন্তা করে আপনারা সবদিক লক্ষ রেখে সচেতন ভাবে গাড়ি চালাবেন বলেই আমরা আশা করছি।