বিরোধী শিবিরে বড় ভাঙ্গন।
1 min readমনোজ কুমার সরকার দঃ দিনাজপুর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকের পর থেকেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরী কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। আজ তার প্রমাণ মিললো প্রায় ১০০ পরিবার যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। বাম বিজেপী থেকে আসা প্রায় ১০০ টি পরিবার যোগ দিলো প্রধানত মমতা বন্ধোপাধ্যায়ের উন্নয়নের কর্মকান্ড দেখে। তারা যোগ দিলো কর্মী সম্নেলনেও। কুমারগঞ্জ ব্লক জুড়ে পঞ্চায়েত সমিতি ভিত্তিক যে কর্মী সম্নেলন চলছে আজ তার তৃতীয় দিন। ১নং পঞ্চায়েত সমিতিতে অনুষ্টিত হলো কর্মী সম্নেলন। উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লক প্রেসিডেন্ট তোরাফ হোসেন মন্ডল, কুমারগঞ্জ ব্লকের কার্যকারী সভাপতি মফেজ উদ্দিন মিঞা ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চৌধুরী প্রমুখ ব্যাক্তিবর্গ। মফেজ উদ্দিন মিঞা সম্নেলনে তার বক্তব্য তুলে ধরেন সরকারের উন্নয়নের বিভিন্ন দিক। তিনি বলেন বিরোধী বলে কিছু নেই। কারণ পেটে খিদে নিয়ে ধর্মীয় ভাব প্রকাশ করলে মানুষ তা মেনে নেয় না। মমতা ব্যানার্জী পশ্চিম বঙ্গের প্রতিটি মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিয়েছে। মানুষ তার সাথে আছে থাকবে। মমতা ব্যানার্জী আছে বলে কন্যাশ্রী রয়েছে, রয়েছে রুপশ্রী থাকবে সবুজ সাথি। তাই তার দলের সমর্থনে দেখা যায় অগনিত মানুষের ভীড়। তাই তো আজ এই সরকার সার্থক ভাবে রুপ পেয়েছে মা মাটি মানুষের সরকার।