November 7, 2024

কালিয়াগঞ্জ ক্রিকেটে রায়গঞ্জ আরিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান

1 min read

তপন চক্রবর্তীকালিয়াগঞ্জকালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাব পরিচালিত দুদিন ব্যাপী দিবারাত্রি ১৬দলীয় ক্রিকেটের রবিবার গভীররাতের  ফাইনাল খেলায় চ্যাম্পিয়নের মর্যাদা পেল রায়গঞ্জের আরিয়ান স্পোর্টিং  ক্লাব জানা যায় ফাইনাল খেলায় রায়গঞ্জ আরিয়ান স্পোর্টিং ক্লাব নির্ধারিত ওভারে ৯৮ রান করে রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী ক্লাবের কাছে৯৯ রানের লক্ষ মাত্রা রাখেএরপরকালিয়াগঞ্জ রাষ্ট্রীয় আদর্শ প্র
তিবন্ধী
 সমিতি 99রানেরজবাবে মাত্র ৪০ রান করেই তদের খেলারসমাপ্তি ঘটিয়ে  দেয়



রবিবার গভীর রাতেখেলা শেষে বিজয়ীচ্যাম্পিয়ান রানার্স দলের হাতে  স্বর্গীয় রেবা রানিসরকার স্মৃতি চ্যাম্পিয়ান স্বর্গীয় বিমল চন্দ্র সরকার স্মৃতি রানার্স ট্রফি তুলেদেন ত্রিধারা ক্লাব কর্তৃপক্ষঅপর দিকে ম্যানঅব দি সিরিজের স্বর্গীয় কস্তুভি মোদক
স্মৃতি পুরস্কার  নগদ একহাজার টাকা তুলে দেন রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী ক্লাবের শুভমের হাতেতৃনমূল কংগ্রেসের যুব নেতা পিন্টু মোদকক্রিকেট খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন রানার্স দলকে  প্রাইজ মানিহিসাবে যথাক্রমে ১৫হাজার ১০হাজার টাকা করে তুলেদেওয়া হয় বলে ক্লাব সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী সুজিতসরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *