দুর্ঘটনায় গুরুতর জখম ইসলামপুরের বিধায়ক
1 min readপ্রদীপ সিনহা,:–সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ইসলামপুরের বিধায়ক তথা ইসলামপুর পুরসভার পুরপতি কানাইয়ালাল আগরওয়াল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার খোয়াশপুর এলাকার বেঙ্গল টু বেঙ্গুল রাজ্য সড়কে। পড়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, এদিন ইসলামপুরের বিধায়ক তথা ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল তিনি তার নিজের গাড়ি করে রায়গঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
করনদিঘী থানার খোয়াশপুরের ঝোপড়টোল এলাকার বেঙ্গল টু বেঙ্গুল রাজ্য সড়কে এসে পৌছালে উল্টো দিক থেকে আসা একটি লড়ির সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। ওই গাড়ির চালকও গুরুত্বর আহত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন করনদিঘি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে আসে। ঘাতক লড়িটিকে আটক করেছে করনদিঘী থানার পুলিশ। আটক লড়িরর চালকও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন তাকে দেখতে যান, রাজ্যের মন্ত্রী জেমস কুজুর, তৃনমূল জেলা সভাপতি অমল আচার্য, রা
য়গঞ্জ ও কালিয়াগঞ্জের পৌরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস ও কার্তিক পাল, রায়গঞ্জ পৌরসভার উপ- পৌরপিতা অরিন্দম সরকার, জেলাশাসক আয়েষা রানী এ এবং পুলিশ সুপার শ্যাম সিং সহ জেলা তৃনমূল নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
য়গঞ্জ ও কালিয়াগঞ্জের পৌরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস ও কার্তিক পাল, রায়গঞ্জ পৌরসভার উপ- পৌরপিতা অরিন্দম সরকার, জেলাশাসক আয়েষা রানী এ এবং পুলিশ সুপার শ্যাম সিং সহ জেলা তৃনমূল নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।