December 7, 2024

ওপরের দিকে ব্যাট করতে পারেন মাহি, এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং

1 min read

বর্তমানের কথা ঃ  ইন্ডিয়ার টিমের নেতৃত্ব ছাড়লেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের
অধিনায়কত্বের মহেন্দ্র সিং ধোনির হাতেই। শুধু নেতৃত্ব নয়, এবার
ব্যাটসম্যান ধোনির ওপরও থাকছে বাড়তি দায়িত্ব। প্রয়োজনে ওপরের দিকে ব্যাট
করতে পারেন মাহি, এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একদিনের ক্রিকেটে ১৯টি ইনিংসে
একবারই চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। সাধারণত ৬ কিংবা ৭ নম্বরেই ব্যাট
করতে দেখা যায় এমএসডিকে। ফিনিশার হিসেবে বরাবরাই দেখা গেছে মাহিকে।
চেন্নাই
সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ” ধোনি সম্ভবত ব্যাটিংয়ে উপরের
দিকে নামতে পারে। তবে সব কিছুই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।  মিডল অর্ডারে ব্যাটিং করার
জন্য কেদার যাদব, আম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *