December 7, 2024

"টেলি অভিনেত্রী পিয়ালির সাথে বিকেলের আড্ডায় "

1 min read
শুটিং , গ্রুমিং-
—ব্যস্ত শিডিউল ।হাতে টানা কাজ তারই মাঝে সময়ের ফাঁকে ফুরফুরে মেজাজে জনপ্রিয়
টেলি অভিনেত্রী
পিয়ালি দাসের  একান্ত সাক্ষাৎকারে বর্তমানের কথার বিশেষ প্রতিনিধির 
বর্তমানের কথার বিশেষ প্রতিনিধি দেবাঞ্জলী চক্রবর্তী, 
* সদ্য বসন্ত
উৎসব পার হলো
, কেমন কাটলো?
ভালো, খুব ভালো।আসলে I’m
basically from Durgapur so
ওখানে ফ্যামিলি আর এখানে ফ্রেন্ডসদের সাথে জমিয়ে সেলিব্রেট
করেছি।

*
মডেল
থেকে টেলি অভিনেত্রী– সফর কতটা মসৃণ
?
কঠিন
একদমই
উল্টো অমসৃণ।( হালকা হেসে)

* যেমন ?
এই ধরুন
সবাই মনে
করতো ও আচ্ছা মডেল
, এ তো শুধুই সেজেগুজে ড্রেস আপ করে ক্যামেরার সামনে দাঁড়াতে
পারবে।এমনকি আমাকে তো অডিশনে জিজ্ঞেসও করা হয়েছিল তুমি তো মডেল ছোটো ছোটো ড্রেস
পরে শুধু শুট করো আমাদের সিরিয়ালে শাড়ি পরে অভিনয় ও করতে হবে

পারবে?
* অভিনয়কে কবে
থেকে ভালোবাসলে
 
 
—- ছোটো থেকেই কারন ছোটাতে বাবাপিসি দের দেখতাম  থিয়েটারের রিহার্সাল
করতে।ওনাদের স্ক্রিপ্ট গুলি নাড়াচাড়া করতাম
, মুখস্ত করতাম সেখান থেকেই
ভালোবাসা জন্মায় ।
 
* স্টার জলসার  প্রেমের কাহিনীর “মোহর”
থেকে জয় কালি কলকাতাবালির “শালিনী” —অভিজ্ঞতা কেমন
?
—-
ইন্টারেস্টিং!
দুটি ভিন্ন চরিত্র । মোহর খুব ফ্যামিলি ওড়িয়েনটেড চরিত্র ছিল

বউদিকে
খুব ভালোবাসতো সাপোর্ট করতো
সাংসারিক ষড়যন্ত্র থেকে
বাঁচাতো আর

      
শালিনীও পরিবার প্রিয় কিন্তু দিদির
মৃত্যুর সত্যতা যাচাইয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে।
* নেগেটিভ
চরিত্রের সুযোগ এলে করবেন
?

একদম
(হেসে)। আমার মনে হয় নেগেটিভ চরিত্রে আমার অ্যাকটিং স্কিলটা আরো ভালো দর্শককে
দেখাতে পারবো।

*
বড়
পর্দায় কাজ করার ইচ্ছে
 
—-
খুব
ইচ্ছে
ভালো সুযোগ পেলে অবশ্যই করবো।
* ‘রিল লাইফেমেগা বউ রিয়েল লাইফেলক্ষীমন্ত বউ কবে হচ্ছেন? 
—-
এখন
আপাতত ক্যারিয়ারে ফোকাসড
সময় হলে ঠিক জানাবো।
* জীবনে কোনো
বিশেষ পছন্দের মানুষ
?
—- আমার বাবা।‘ my inspiration, my hero’.
* বাস্তব
জীবনেও কি মোহর না দুষ্টু মিস্টি চঞ্চল
? 
প্রচন্ড
চঞ্চল তা বলে নিজেকে সময়
  দেই না তা নয় । দেই সময় ।(একটু ভেবে)  আমি অনেকটা “জব উই মেট
” র
  করিনার মত— ” main apni favourite hu”
অভিনয়
ছাড়া অন্য কিছু
?
—–
সম্প্রতি
একটা ইভেন্ট ম্যানেজমেনট কম্পানি ওপেন করেছি ফ্যাশন শো
, গ্রুমিং হয় সেখানে।
চটজলদি:-
* পছন্দের
অভিনেতা:
সৌমিত্র
চট্টপাধায
 
* মাধুরী না
দীপিকা:
মাধুরী 
* ভারতীয়/
কন্টিনেন্টাল:
  ভারতীয় 
* ফুটবল/
ক্রিকেট:
  (হেসে) একটাও নয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *