October 23, 2024

মানুসের পাসে থেকে কাজ করবো _ বিপ্লব মিত্র

1 min read
মনোজ কুমার সরকার কুমারগঞ্জ_দক্ষিণ দিনাজপুর জেলার ভাপতি বিপ্লব মিত্র একান্ত সাক্ষৎকারে সাক্ষৎকারেজানালেন জেলায় সবাই কে এক সাথে কাজ করতে হবে। কারন আমরা সবাই মা মাটি সরকারের জনপ্রতিনিধি।মানুসের পাসে থেকে কাজ করবো . সত্যি ত এটাই স্বাভাবিক। কারন সে তো জেলার অভিভাবক। জেলার অভিভাবক হিসেবে তারই তো দায়িত্ব। এই দায়িত্ব সামলে রাখছেন বহুদিন ধরে। তাই তো এই জেলার কাণ্ডারি তিনি।বিগত দিনের দিকে তাকালে দেখতে পাবো আগলে রেখেছেন এই দলকে। কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাকে দিনের পর দিন সহ্য করত কত নির্যাতন। 

বাম শাসকের জামানায় শক্ত দেওয়ালের মত দলকে আগলে রেখেছেন। তাই তো তিনি জেলার দলের কাণ্ডারি। তার কথায় এখন মা মাটি সরকার। অর্থাৎ আমাদের দলের সরকার। আজকে দলের ভালো দিন।কিন্ত আজ যারা দলের মধ্যে থেকে গোষ্ঠী দ্বন্দ্ব এর খেলায় মেতেছেন তারা কোথায় ছিল বাম শাসকের জামানায়। তিনি তিলে তিলে তৈরী করেছেন এই দলকে এই এই জেলায়। তাই তো তিনি এই জেলার অভিভাবক। ২০১১ সালে উত্তরবংগ উন্নয়ন পর্ষদের সদস্য ছিলেন।কিন্ত কিছুদিন পর তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্ত আজ ২০১৮ সালে আবার তিনি ওই পদে এলেন। তার সততা দলের প্রতি দায়িত্ব বোধ সব কিছুর জন্যে এই পদ তারই তো প্রাপ্য। বড় মনের মানুষ তিনি। তাই তো বিশিষ্ট সমাজসেবিদের মধ্যে তিনি একজন। কিছু বছর আগের গংগারামপুর বালুরঘাট আজ গংগারামপুর বালুরঘাট অনেক পার্থক্য। ঢেলে সাজিয়েছেন।ঠিক যেমন সবাই নিজের বাড়ী তৈরী করেন। তাই তো বালুরঘাট হাসপাতাল আজ সেরা। আজ তারই তো প্রাপ্য-হে কর্মবীর- প্রণামী তোমায় হে বীর অনেক প্রতিকুলতায় হওনি অস্থির ধরে কাণ্ডারি হয়ে চলেছ তৃণমূলের পতাকা বয়ে……অভিভাবক হিসেবে জেলায় তার দায়িত্ব সম্পর্কে সদা সচেতন। কত মানুষ কে রাজনীতির মঞ্চে এনেছেন। তৈরী করছেন মানুষের জন্য কিছু করার। শিখিয়েছেন মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়। তাই আজ এই জেলায় জন্ম নিয়েছে কিছু লড়াকু নেতা। এই লড়াকু নেতাদের এক্টাই মন্ত্র বিপ্লব মিত্র জিন্দাবাদ। অভিভাবক হিসেবে এখনও তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি তার কর্তব্য পরায়নতার জন্য তিনি সব আংগিনায় উপস্থিত। ছাত্রনেতা যুবনেতা সবাই তো এই জেলায় তার আদর্শের অনুপ্রেনায় কাজ করে চলেছে। ।তাই আজ বিপ্লব মিত্র একদিনে এসেছেন তা নয়। ইতিহাস বলে দেয় যে বহুদিনের অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের জেলার বিপ্লব মিত্র .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *