সমস্ত আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপি
1 min readদিনাজপুর জেলা জুড়ে হম্বিতম্বি করলেও শেষপর্যন্ত সমস্ত আসনে প্রার্থীই দিতে পারল
না
বিজেপি পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা পর্বে । অপরদিকে, কংগ্রেস ও সিপিএমের মধ্যে আসনগুলির চিত্র এখনও স্পষ্ট নয়।
রাজনৈতিক মহলের মতে, কিছু আসনে সমঝোতা হলেও সিংহভাগ আসনেই কংগ্রেস ও সিপিএমের মধ্যে
লড়াই অনিবার্য। এদিকে, তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের ২৬টি আসনেই প্রার্থী দিয়েছে।
বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন, আমরা জেলা
পরিষদের ২৬টি আসনের মধ্যে ২৫টিতে প্রার্থী দিয়েছি। কিন্তু ইটাহারের একটি আসনে আমরা
প্রার্থী দিতে পারিনি। সেখানে যাঁকে প্রার্থী করার কথা ছিল তাঁর ওবিসি মহিলা
হিসাবে শংসাপত্র তৈরি ছিল না। সেকারণে ওই আসনে প্রার্থী দেওয়া যায়নি।
তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য বলেন, আমরা সমস্ত
আসনেই প্রার্থী দিয়েছি। বিরোধীদের পায়ের তলায় মাটি নেই বলেই তারা সব আসনে
প্রার্থী দিতে পারেনি। জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল
বলেন, পরিষদের ২৩টি
আসনে আমরা প্রার্থী দিয়েছি। যার মধ্যে সিপিএম ১৮, আরএসপি তিন এবং ফরওয়ার্ড ব্লক দু’টি আসনে
প্রার্থী দিয়েছে। অনেককেই নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে রাজি করানো হয়েছিল।
কিন্তু ভয়ে শেষ পর্যন্ত অনেকে দাঁড়াতে রাজি হননি। কংগ্রেসের জেলা সভাপতি মোহিত
সেনগুপ্ত বলেন, আমরা
২১টি আসনে প্রার্থী দিয়েছি।
এদিকে বামেরা ২৩টি আসনে প্রার্থী দিয়েছে। ইসলামপুর, হেমতাবাদ ও
করণদিঘির একটি করে আসনে তারা প্রার্থী দিতে পারেনি। কংগ্রেস ২১টি আসনে প্রার্থী
দিয়েছে। রায়গঞ্জ, হেমতাবাদ, করণদিঘি, গোয়ালপোখর-১, ২ ব্লকে তারা একটি করে আসনে প্রার্থী দিতে পারেনি। রাজনৈতিক
মহলের মতে, এই
পরিস্থিতিতে বিজেপি যেমন মনোনয়ন জমা পর্বেই চাপের মুখে থাকল, তেমনি কংগ্রেস ও
সিপিএমের মধ্যেও অধিকাংশ আসনে লড়াই
অনিবার্য হয়ে উঠল।