December 7, 2024

13 ই এপ্রিল মুক্তি পেতে চলেছে জি.সি প্রোডাকশন নিবেদিত "কালপ্রবাহ"।

1 min read
দেবাঞ্জলী চক্রবর্তীকলকাতা: আগামী 13 ই এপ্রিল মুক্তি পেতে চলেছে জি.সি প্রোডাকশন নিবেদিত  “কালপ্রবাহ”।  সাদামাটা বাস্তব জীবনের গ্রামের ছেলের শহুরে মেয়ের সাথে প্রেমবিরহ এবং তার পরিণতির কাল্পনিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই বাংলা সিনেমায়  । সমাজের কুসংস্কারাচ্ছন্ন বিকৃত মানুষের লালসার স্বীকার বাড়ির মেয়ে-বউরা কি করে হচ্ছে তাও অতি দক্ষতার সঙ্গে অভিনীত হয়েছে “কালপ্রবাহে”। কাহিনীচিত্রনাট্য ও পরিচালনায় শ্রী মানস গড়াই ।


*প্রশ্ন ছিল মানস বাবুর কাছে “কালপ্রবাহের” প্রিমিয়ারের জন্য 13 ই এপ্রিল কেন?
—- আমরা পুরো টিম খুব নৈপুণ্যতার সাথে কাজটা করেছি ।আশা রাখছি দর্শকদের খুব ভালো লাগবে। বাঙালীর নববর্ষ মানেই তো প্রেম ভালবাসার ব্যাপার,  নতুন বছরের সূচনা তাই জি.সি প্রোডাকশনের তরফে বাংলার জন্য নববর্ষের উপহার ” কালপ্রবাহ “।
প্রিমিয়ার শো” কবে কোথায়?  
—– 13ই এপ্রিল ” নন্দনে ” ।সবার আমন্ত্রণ রইলো ।
জি.সি প্রোডাকশনের প্রথম ছবি ” কালপ্রবাহ” র জন্য ও নববর্ষের আগাম শুভেচ্ছা।


কালপ্রবাহ
প্রযোজনা
জিসি প্রোডাকসন
কাহিনী চিত্রনাট্যপরিচালনা
মানস গড়াই
ডি,,পি
পলাশ দাস
এডিটিং
রঞ্জিত মন্ডল
Music ডিরেক্টর
অমিত মিত্র
আর্ট ডিরেক্টর
জয়ন্ত পাল
লাইট
শুভেন্দু মন্ডল
ক্যামেরা সহকারী
সানি ও সঞ্জীব
মেকআপ
টুকাই
ডাবিং
নাগেন্দ্র মিরদা
ব্যাকগ্রাউন্ড
নিবির
অভিনয়
জলো – অগ্নি চৌধুরী
সবিতা- শুক্লা হোম চৌধুরী
কর্ণ– শুভ্র ঘোষ
কাকলি– ইন্দু সেনগুপ্ত
বুলটি- সূচন্দ্রিমা
বিকাশ- ডেভিড
শ্রাবনী- সুরশ্রী



রঞ্জন- সাহেব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *