vlcsnap-2025-02-09-23h53m04s749

কর্ণজোড়া সরকারি মিউজিয়াম জেলার ইতিহাসকে তুলে ধরতে মিউজিয়ামে ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দেওয়া হল

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,৯ ফেব্রুয়ারি: রবিবার উত্তর দিনাজপুর জেলার সরকারি মিউজিয়াম জেলার ছাত্র ছাত্রী দের জন্য খুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন এই সরকারি মিউজিয়াম এর মাধ্যমে জেলার ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক সম্পদ জেলা মিউজিয়ামে বর্তমানে স্থান পেয়েছে। উত্তর দিনাজপুর জেলার ছাত্র-ছাত্রীদের পক্ষে এই মিউজিয়াম বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। বিশেষ করে যারা গবেষণা করে থাকবেন জেলার বিভিন্ন ইতিহাস নিয়ে তারা এই মিউজিয়ামে থেকে অনেক কিছুই পেতে পারেন। মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন জেলার ছাত্রছাত্রীরা মাঝেমধ্যেই এই মিউজিয়ামে এসে জেলার সম্পর্কে অনেকটাই ধ্যান-ধারণা তারা পেতে পারে। তাই ছাত্র-ছাত্রীদের কাছে আমি বলব তারা যেন এখান থেকে জেলা সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করে থাকে। যা ভবিষ্যতে তাদের কাজে লাগবে।

 

তিনি বলেন আমরা চেষ্টা করব এই মিউজিয়ামকে কি করে আরো আকর্ষণীয় করা যায় সাধারণ মানুষ এবং ছাত্র-ছাত্রীদের কাছে সে ব্যাপারে আমরা চেষ্টা করব বলে তিনি প্রতিশ্রুতি দেন। রবিবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় অবস্থিত সরকারি প্রচুর ছাত্র ছাত্রীরা এসে মেজো আমি কি কি আছে সেসব দেখে। দর্শকরা প্রত্যেকেই মিউজিয়ামের বিভিন্ন ঐতিহাসিক সংরক্ষিত জিনিসগুলি দেখে খুবই খুশি। ইতিহাসের সাথে পরিচয় করতে পারে।এর ফলে সংরক্ষিত ইতিহাস গুলির সাথে পরিচয় করা দরকার।

 

তাই মহকুমা শাসক কিংশুক মাইতি ছাত্র ছাত্রীদের কাছে আবেদন করেন উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ার সরকারি মিউজিয়ামে যথেষ্ট অজানা তথ্য জানার জন্য রাখা হয়েছে। তাই প্রতিদিন সেখানে যাওয়া উচিত ছাত্র-ছাত্রীদের এবং সাধারণ মানুষের । আমাদের জেলায় কি ধরনের ঐতিহাসিক দ্রব্য আছে সেগুলো দেখতে হবে জানতে হবে।তবেই জেলা সম্পর্কে পূর্ণ তথ্য জানা যেতে পারে। মহকুমা শাসক বলেন এই মিউজিয়াম টিকে আরো কিভাবে আকর্ষণীয় করা যায় সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে এবং জেলার মানুষের কাছে তার জন্য প্রশাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করব বলে প্রতিশ্রুতি দেন। রবিবার এই মিউজিয়ামে দেখতে প্রচুর ছাত্র-ছাত্রীদের সাথে সাধারণ মানুষেরও ভিড় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *