hjk

কালিয়াগঞ্জের পূর্বাশা ভিয়েতনামের হ্যাঁনয় শহরে কত্থক নৃত্য পরিবেশনের সুযোগ পেল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮ ফেব্রুয়ারি_উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ পাড়ার ষষ্ঠ শ্রেণীর ১০ বছরের শিশু কত্থক নিত্য শিল্পী ভিয়েতনামের হ্যাঁনয় শহরে ভারত সংস্কৃতি যাত্রা ভিয়েতনামের আইসিসি আর উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী ২রা এপ্রিল।জানা যায় ভারত সংস্কৃতি উৎসব গ্লোবাল কম্পিটিশন অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া আর্ট এন্ড কালচার উৎসব অনুষ্ঠিত হয়েছিল গত ২৬/১২/২০২৪ থেকে ৩০ /১২ ২০২৪ কলকাতায়।

 

সেই অনুষ্ঠানে কালিয়াগঞ্জ এর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিশু শিল্পী পূর্বাশা দাস অসাধারণ কথক নিত্য এবং লোকনৃত্য পরিবেশন করে সবাইকে অবাক করে দিয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম পাঁচ জনের মধ্যে স্থান করে নেয়। ইতিমধ্যেই পূর্বাশার বাবা অপূর্ব কুমার দাসের কাছে কলকাতার হিন্দুস্তান আর্ট এন্ড মিউজিক সোসাইটির admin (, টুর) স্বামীনাথন পিল্লাই চিঠিতে। জানিয়ে দেয় পূর্বাশা দাস ভারত সংস্কৃতি যাত্রা অন্তর্জাতিক নৃত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। আগামী দোসরা এপ্রিল থেকে শতই এপ্রিল এই অনুষ্ঠানটি ভিয়েতনাম শহরের হ্যাঁনয়ে অনুষ্ঠিত হবে। সেখানে যাবার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে। এই চিঠি আসার পর কালিয়াগঞ্জ শহরে আনন্দের বন্যা বয়ে যায়। শিল্পীশিশু শিল্পী পূর্বাশার বাবা অপূর্ব কুমার দাস এবং মা পৌলোমী দাস বলেন আমাদের আশায় পূর্বাশা যেন একজন আন্তর্জাতিক নিত্য শিল্পীর সম্মান পায়। শিশু নৃত্য শিল্পীর গুরু বাণী চক্রবর্তী বলেন ও প্রথম থেকেই একজন ভালো নৃত্যশিল্পী হওয়ার চেষ্টা করে যায়। আমি গর্বিত আমার ছাত্রী পূর্বাশা ভিয়েতনামে মৃত্যু পরিবেশন করব ডাক পেয়েছে। আমার আশীর্বাদ ও একজন সফল নৃত্যশিল্পী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *