December 25, 2024

বাংলাদেশী কট্টর পন্থীদের অত্যাচারে বাধ্য হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এলেও নিস্তার নেই আদো বর্মন ও কাঞ্চ বালার

1 min read

বাংলাদেশী কট্টর পন্থীদের অত্যাচারে বাধ্য হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এলেও নিস্তার নেই আদো বর্মন ও কাঞ্চ বালার

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৪ ডিসেম্বর:কট্টরপন্থীদের লাগাতার মিছিল, স্লোগানে, ভয় কাঁপছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। মন্দিরে হামলা, শুকনো ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার মতো বিদ্বেষ অব্যাহত সেখানে। তাঁদের ফতোয়া থেকে বাদ যাচ্ছেন না অশীতিপর বৃদ্ধারাও। সেই আতঙ্কেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে রাধিকাপুরে পালিয়ে ভারতে ঢুকলেন দুই বৃদ্ধা।

একজন আদো বর্মণ দ্বিতীয়জন কাঞ্চ বালা। দুজনকেই বিএফএফ সীমান্ত থেকে আটক করে কালিয়াগঞ্জ থানার হাতে তুলে দেয়। বৃহস্পতিবার তাঁদের জেলা আদালতে হাজির করে পুলিস। বিচারক তাঁদের অবৈধভাবে দেশে অনুপ্রবেশের জন্য ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।এদিকে কোর্ট চত্বরে দাঁড়িয়েই এক বৃদ্ধার ছোট ছেলে সুরেন্দ্র বর্মণ বলেন, আমি দীর্ঘ বছর এ দেশের বাসিন্দা হলেও। আমার মা এখনও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। ওখানে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তাতে আর ও দেশে বসবাস করার ইচ্ছে নেই কারও। প্রতিমুহূর্তে আতঙ্ক। আমাদের একটি মন্দিরে হামলার চেষ্টা হয়েছে। বাড়ির পাশে দিয়ে মিছিল গেলে, স্লোগান হচ্ছে ভারত যাঁদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ৭১ সালের পর আবার এই অশান্তি বিদ্বেষ আর মন থেকে আমার মা মেনে নিতে পারেন নি। তাই এদেশে চলে আসেন। এরপরই খবর পাই মা আটক হয়েছেন। আটক হলেও এদেশের আসার পর তিনি স্বস্তি পেয়েছেন বলে আমার জানিয়েছেন। কাঞ্চবালা বলেন, ওখানে অত্যাচার করে। বাড়িঘর ভেঙে দিচ্ছে। হিন্দুদের দেখতে পারছে না। তাই চলে এসেছি। এখানকার পুলিস ধরলেও আমি শান্তি পেয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *