রায়গঞ্জ থেকে প্রকাশিত উদী রন পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ
1 min readরায়গঞ্জ থেকে প্রকাশিত উদী রন পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮ নভেম্বর:রায়গঞ্জ থেকে প্রকাশিত “উদীরণ” পত্রিকার উৎসব সংখ্যা’র আনুষ্ঠানিক প্রকাশ হলো গত ২৭ নভেম্বর’২৪ ।উঃ দিনাজপুর প্রেসক্লাব সভাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, শিক্ষাবিদ সুশীল গোস্বামী, প্রবীণ কবি আশিস সরকার,কবি অশোক রায়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চক্রবর্তী সহ বহূ বিশিষ্ট লেখক, সংস্কৃতিপ্রেমী মানুষ।
পত্রিকার মুখ্য সম্পাদক লেখক স্বপন মজুমদার স্বাগত বক্তব্য রাখেন।সৃজনকর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদীরণ পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের কথা তুলে ধরে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।উল্লেখ্যযোগ্য বিষয়,দীর্ঘ ৪৮ বছর যাবৎ ধারাবাহিকতায় এই সাময়িকীটি প্রকাশিত হয়ে আসছে।প্রখ্যাত সাহিত্যিক ভগীরথ মিশ্র, তপন বন্দ্যোপাধ্যায় ,আশিষ সরকার, চন্দন গুহ, তপন সিনহা, অশোক কুমার রায়, সুশীল গোস্বামী, দীপ্তি রায় চৌধুরী, সুনন্দা গোস্বামী সহ আরও অনেক সুপরিচিত বিশিষ্ট লেখকদের পাশাপাশি বেশ কিছু নতুন লেখক কবির নির্বাচিত লেখায় এই সংখ্যাটি সমৃদ্ধ।শতাধিক পৃষ্ঠার সুন্দর ঝকঝকে ছাপা এই সংখ্যাটিতে প্রবন্ধ,গল্প, কবিতা,ভ্রমন কাহিনী ও পুস্তক আলোচনা সাহিত্যের সব উপাদানই রয়েছে।যাতে করে আকর্শনীয় হয়ে উঠবে সব ধরনের পাঠকদের কাছে সন্দেহ নেই।শিল্পী শিবশংকর উপাধ্যায় কৃত প্রচ্ছদটি বেশ ভালো।এই অনুষ্ঠানে রায়গঞ্জের প্রবীণা কবি দীপ্তি রায় চৌধুরীর “আত্মজা” শীর্ষক তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।