রুপাহার গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্র অভিজিৎ সম্পূর্ন অভিনব উপায়ে কাঠের সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে
1 min readরুপাহার গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্র অভিজিৎ সম্পূর্ন অভিনব উপায়ে কাঠের সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে
আসলে ইচ্ছা থাকলে উপায় হয় এই প্রবাদ শুধু যে প্রবাদ নয় তা ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছে লোহার পরিবর্তে সম্পূর্ন অভিনব উপায়ে কাঠের সাইকেল তৈরি করে উত্তর দিনাজপুর জেলার রূপাহারের দ্বাদশ শ্রেণির ছাত্র অভিজিৎ রায় সবাইকে তাক লাগিয়ে। জানা যায় রায়গঞ্জের দেবীনগর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র অভিজিৎ রাযের ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল অভিনব নুতন কিছু সৃষ্টি করা। পড়াশোনার সাথে সাথে তার মাথায় শুধুই ঘুরছিল একটাই চিন্তা ভাবনা।তাকে নুতন কিছু করতেই হবে।তাই তার মাথায় এলো লোহার সামগ্রী দিয়ে যদি সাইকেল বানানো যেতে পারে তাহলে কাঠ দিয়ে কেন সাইকেল বানানো যাবেনা?অনেক চিন্তা ভাবনার পর অভিজিৎ একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলল শুধুমাত্র কাঠ দিয়েই সে সাইকেল বানিয়ে শুধু রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর নয় সারা রাজ্য এবং দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে।কথা অনুযায়ী কাজ।তাই শুধু মাত্রকাঠ দিয়েই অভিজিৎ তার রুপাহারের বাড়িতে তৈরি করা শুরু করলো কাঠের সাইকেল।রূপাহার গ্রামের মানুষ অভিজিতের কান্ড কারখানা দেখে প্রথম প্রথম দ্বাদশ শ্রেনীর ছাত্র অভিজিৎকে অনেকেই পাগল বলতো।
কিন্তু দিন যত এগিয়ে যেতে থাকে অভিজিতের সাইকেল তৈরি হবার কাজ যত এগোতে থাকে এলাকার মানুষজনের অভিজিতের প্রতি বিশ্বাস ততই বেড়ে যায়।রূপাহাড়ের বাসিন্দা তথা ছাত্র অভিজিতের কাঠের তৈরি সাইকেল যখন সম্পূর্ন হয় তখন তার বাড়িতে বিভিন্ন স্থান থেকে উৎসুক ছাত্ররা এবং আশেপাশের গ্রামের মানুষজন কাঠের সাইকেল দেখার জন্য ভীর করে বলে জানা যায়।এই প্রথম সম্পূর্ন কাঠের দ্বারা নির্মিত সাইকেল তৈরি হওয়ায় উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা অভিজিৎ রায় কে অনেকেই অভিনন্দন জানান।কাঠের চাকা থেকে শুরু করে পুরো কাঠামো কাঠের দেখে খেলনা মনে হলেও এই ইউরোপের বাজারে বেশ জনপ্রিয় এই কাঠের সাইকেল।যা বর্তমানে এখন রায়গঞ্জের রাস্তায় দেখতে পাবেন। রায়গঞ্জের অলিতে গলিতে নিজের হাতে বানানো পরিবেশবান্ধব কাঠের সাইকেলে চড়েই সফর করছেন দ্বাদশ শ্রেণীর অভিজিৎ। এই সাইকেলের বিশেষত্ব হল এই সাইকেলটি আর পাঁচটা সাইকেলের মত নয় ।এই সাইকেলটি সে তৈরি করেছে সম্পূর্ণ কাঠ দিয়ে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রুপাহারের বাসিন্দা অভিজিৎ রায়। নিজের হাতেই সে পরীক্ষামূলকভাবে তৈরি করে ফেলেছে একটি কাঠের সাইকেল। এ সাইকেল এর টায়ার ,সিট, হ্যান্ডেল সম্পূর্ণ আরটিটাই কাঠ দিয়ে তৈরি। ৫০০০ টাকা খরচ করে অভিনব একটি কাঠের সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে অভিজিৎ রায়। অভিজিৎ জানায় তার এই কাঠের সাইকেলের টায়ার, সিট ,হ্যান্ডেল সবটাই কাঠ দিয়ে সে তৈরি করেছে। এই কাঠের সাইকেল এর একটি বিশেষত্ব হল এই সাইকেলের কোনরকম লিক হবে না কিংবা হাওয়া দিতে হবে না। অনায়াসে এটা চালানো যাবে। অভিজিৎ আরো জানায় পড়াশুনোর ফাঁকে ফাঁকে অবসর সময়গুলোতে সে এই সাইকেলটি বানানো শুরু করেছিল। এই সাইকেলটি বানাতে তার সময় লেগেছিল তিন থেকে চার মাস। অভিজিৎ বলেন আগামী দিনে এইরকম কাঠের সাইকেল বানিয়ে সে বাণিজ্যিকভাবে এগোতে চায়।অভিজিৎ জানায় এই রাজ্যে চাকুরীর যা অবস্থা তাতে করে সোনার হরিণের পেছনে না দৌড়িয়ে তার মত কাঠের সাইকেল তৈরি করে একদিকে যেমন ক্ষুদ্র শিল্প গড়ে তোলা যেতে পারে তেমনি অর্ধ শিক্ষিত বেকার যুবকরাও নিজের জীবন তৈরি করে নিতে পারবে বলেই অভিজিৎ বিশ্বাস করে।