December 28, 2024

উজ্জ্বলার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি মিলবে, ঘোষণা কেন্দ্রের

1 min read

উজ্জ্বলার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি মিলবে, ঘোষণা কেন্দ্রের

রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। এলপিজির সিলিন্ডার কিনতে নাভিশ্বাস উঠছে আমজনতার। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) অধীনে বড় ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। বলা হয়েছে উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে।এতে উপকৃত হবেন দেশের ৯ কোটি গ্রাহক।এদিনই পেট্রল ডিজেলের দামও কমিয়ে দিয়েছে কেন্দ্র।

 

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরপর অনেকগুলি টুইট করেছেন। সেখানেই জানিয়েছেন, জ্বালানির দামে অন্তঃশুল্ক ছাড় দেওয়া হবে। এর ফলে পেট্রলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা কমবে। ডিজেলের দাম কমবে লিটার প্রতি ৭ টাকা। অর্থমন্ত্রী টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) ৯ কোটির উপর গ্রাহক ২০০ টাকা করে রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন। তবে মোট ১২টি সিলিন্ডারে এই সুবিধা পাওয়া যাবে। এতে দেশের মা বোনেরা অনেক উপকৃত হবেন বলেও উল্লেখ করেছেন সীতারামন। সরকারের এই পদক্ষেপে রাজস্বের উপর প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকার প্রভাব পড়বে। নির্মলা সীতারামন টুইটে এদিন রাজ্য সরকারগুলোর উদ্দেশেও বার্তা দিয়েছেন। আর্জি জানিয়েছেন, এর পর রাজ্য সরকারগুলিও যেন একই ভাবে কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়া চেষ্টা করে।

 

6 thoughts on “উজ্জ্বলার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি মিলবে, ঘোষণা কেন্দ্রের

  1. 60mg priligy When ordering cheap Cialis online from a pharmacy or other online retail vendor, your doctor usually will fill the medications you want online, but you may have to call for a physician signature and fill them yourself

  2. Established in the year 2006 at Nagpur, Maharashtra , We Amtrex Enterprise Company are a Sole Proprietorship based firm, engaged as the foremost Wholesale Supplier of Pharmaceutical Injection, Medicine Tablet, Pharmaceutical Tablet, etc purchase cialis online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..