চোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক দিনের কৃষি মেলা
1 min readচোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক দিনের কৃষি মেলা
স্বাধীনতার ৭৫ তম বর্ষ সারা ভারত পালন করছে। পিছিয়ে নেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয়। সম্প্রতি কৃষি মন্ত্রালয়ের কেন্দ্রীয় কৃষি মন্ত্রী ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেনI সেইমতো উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চোপড়ায় মঙ্গলবার আয়োজিত হলো একদিবসীও কৃষি মেলা।
বিভিন্ন কৃষি স্টলের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাজুড়ে কৃষক ও মহিলা কৃষক মিলিয়ে প্রায় ২৫০-৩০০ জন এদিনের কৃষি মেলায় উপস্থিত হয়েছিলেন। এছাড়াও এদিনের কৃষি মেলায় কৃষি বিজ্ঞানীদের সাথে চাষীদের আলাপচারিতা, জিরো বাজেট চাষ সম্পর্কে আলোচনা, বিশেষ খাদ্যগুণ সম্পন্ন ফসলের চাষ সম্পর্কে সচেতনতার পাশাপাশি ভোজ্য তেল ও তৈল বীজ উৎপাদন সম্পর্কেও চাষীদের সচেতন করা হয়।