December 28, 2024

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরন-

1 min read

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরন

বর্তমানের এই স্বার্থপরতার যুগে যেখানে কোনও সম্পর্কই গুরুত্ব রাখে না সেখানে পাশে আছি সংস্থার স্বরূপানন্দ বৈদ্যের মতো মানুষের জন্যই হয়ত স্বামীজীর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বাণীটি সার্থকতা লাভ করে। মঙ্গলবারের সকাল আচমকাই ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগের সামনে কিছু মানুষকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খাবার নিতে দেখা গেল।

খাবারে রয়েছে দই চিড়ে কলা রসগোল্লা সাথে জলের বোতল। সাত সকালে এহেন সুস্বাদু উপকারী খাবার পেয়ে স্বভাবতই খুশি ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী থেকে শু চরু করে রোগীর আত্মীয় পরিজন, সুরক্ষাকর্মী, এম্বুলেন্স চালক সহ অন্যান্যরাও।

 

প্রায় শতাধিক মানুষের মধ্যে এই খাবার বন্টন করা হয়। স্বরূপানন্দ বৈদ্য জানিয়েছেন, চলতি মাসের শেষে অবসর নিতে চলেছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের জিএনএম গার্গী সরকার। তিনি গতকাল তাঁর সহকর্মীদের নিয়ে খাবারের আয়োজন করেছিলেন। সেখানেই হাসপাতালে খাবার বিতরণের ইচ্ছা প্রকাশ করেন গার্গী দেবী। গার্গী দেবীর মানবিক ইচ্ছাকে বাস্তবায়িত করতেই এগিয়ে এলো পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..