December 29, 2024

কালিয়াগঞ্জের কুনোরের প্রশিক্ষণপ্রাপ্ত টেরাকোটা শিল্পীদের তৈরি সম্ভার নিয়ে খাদি দপ্তরের উদ্যোগে মেলা-

1 min read

কালিয়াগঞ্জের কুনোরের প্রশিক্ষণপ্রাপ্ত টেরাকোটা শিল্পীদের তৈরি সম্ভার নিয়ে খাদি দপ্তরের উদ্যোগে মেলা-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ,১৭এপ্রিল:রাজ্যের খাদি দপ্তরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর অঞ্চলের কূনোর হাট পাড়া প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়।শনি ও রবিবারের এই মেলায় প্রচুর পরিমাণে টেরাকোটার সামগ্রী  বিপননের জন্য আনা হয়।রাজ্যের পুরস্কার প্রাপ্ত টেরাকোটা শিল্পী দুলাল রায় বলেন খাদি দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করায় তিনি খুশি।

এই ভাবে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় মেলার ব্যবস্থা করলে সবারই উপকার হয়। হাট পাড়ার রাজ্যের সেরা তকমা পাওয়া টেরাকোটা শিল্পী গোপাল রায় বলেন আমাদের এই ধরনের মেলার সাথে সাথে শহরে টেরাকোটার একটি বিপনন কেন্দ্র করবার ব্যবস্থা করা দরকার।

 

খাদি দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কর্মী বলেন টেরাকোটার দ্রব্য সামগ্রী সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করতেই এই গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে। কুনোর হাট পাড়ার এই মেলাকে ঘিরে সাধারন মানুষের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..