December 28, 2024

হেমতাবাদে চাইল্ড লাইনের ব্লক তথ্য কেন্দ্রের উদ্বোধন

1 min read

হেমতাবাদে চাইল্ড লাইনের ব্লক তথ্য কেন্দ্রের উদ্বোধন

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ১২এপ্রিlল:মঙ্গল বার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিসে প্রশাসনের সহায়তায় চাইল্ড লাইনের একটি তথ্য কেন্দ্রের উদ্বোধন হলো। উদ্বোধন করেন হেমতাবাদ ব্লকের বিডিও প্রবেশনারি অফিসার যোগেশ প্যাটেল ।উপস্থিত ছিলেন ব্লক ওয়েলফেয়ার অফিসার মৃণাল ভট্টাচার্য, চাইল্ড লাইনের কর্মী বিপুল দাস,দেবারতি কুন্ডু এবং আক্তারুল ইসলাম।

চাইল্ড লাইন বিভাগের কর্মী বিপুল দাস বলেন বিগত বছরগুলোতে আমরা যখন কোভিড মহামারীষর সঙ্গে জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছিলাম সেই মুহূর্তে সিনি প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে ব্লক প্রশাসনিক অফিস প্রাঙ্গণে কভিড সহায়তা কেন্দ্রের স্থাপনা করেছিল । বর্তমানে সেই কাজকে স্বীকৃতি জানানোর

 

 

মধ্যে দিয়ে ব্লক প্রশাসনের সহযোগিতায় আজ ব্লক প্রশাসনিক অফিসের ভেতরে ব্লক ইনফরমেশন সেন্টারের শুভ সূচনা হলো ।বক্তব্য রাখেন বিডিও হেমতাবাদ ব্লক যোগেশ পেট্রোল আইএএস(প্রবে)।এই ইনফরমেশন সেন্টার থেকে আগামী দিনে সরকারি বিভিন্ন প্রকল্প এবং পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হবে এবং তাদের পথ প্রদর্শন করা হবে, যেন তারা বিপুল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..