কচিকাচাদের নিয়ে অভিনব অনুষ্ঠান কালিয়াগঞ্জ এর শের ভান্ডার প্রাথমিক বিদ্যালয় এ
শুভ আচার্য।।কোভিড পরিস্থিতির জন্য প্রায় দুইবছর বন্ধ থাকার পর রাজ্যের অন্যান্য প্রান্তের মতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে গেছে।
স্কুল গুলি দির্ঘদিন বন্ধ থাকায় কচিকাচাদের মন ভালো নেই,তাই স্কুলের কচিকাচাদের নিয়ে স্কুল মূখি করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো কালিয়াগঞ্জের শের ভান্ডার জুনিয়ার বেসিক স্কুল।বুধবার স্কুলের অভিভাবক, স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি পড়ুয়াদের নিয়ে দুপুরে মিড ডে মিলের মেনুতে মাংস ভাতের আয়োজন করা হয়।
এদিনে অনুষ্ঠানে স্কুলের পড়ুয়ারা নাচ,গান,আবৃত্তি পরিবেশন করে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবানী চরণ সিংহ,পঞ্চায়েত সদস্য বিমল বর্মন,প্রক্তন প্রধান শিক্ষক বিপুল রায় সহ অভিভাবকেরা।এদিনের অনুষ্ঠানকে ঘিড়ে পড়ুয়াদের উৎসাহত ছিলো ভালো।