December 25, 2024

রাধিকাপুর – দিল্লী ট্রেন আড়াই বছর ধরে বন্ধ, ক্ষুব্ধ জেলার ব্যবসায়ী মহল

1 min read

রাধিকাপুর – দিল্লী ট্রেন আড়াই বছর ধরে বন্ধ, ক্ষুব্ধ জেলার ব্যবসায়ী মহল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯মার্চ: কোভিডের বাড়বাড়ন্তের কারনে ২০২০ সালের প্রথম দিকে রাধিকাপুর – দিল্লী ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। কোভিডের প্রাদুর্ভাব কমে যাবার পর রাধিকাপুর- কলকাতা,রাধিকাপুর.হাওড়া,রধিকাপুর- শিলিগুড়ি সহ লোকাল ট্রেন চালু হলেও কোন এক অজ্ঞাত কারনে রধিকাপুর দিল্লী ট্রেন চালু না হওয়ায় উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহল রিয়েল দপ্তরের কাজ করবে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করলো।

মঙ্গলবার রায়গঞ্জ চেম্বার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক শংকর কুন্ডু এই প্রতিবেদককে বলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ,কালিয়াগঞ্জ বাণিজ্যিক শহর। শহরের ব্যবসায়ীদের মাঝেমধ্যেই ব্যবসায়ের কাজে দিল্লিতে যেতে হয়কোভিডের সময় সব ট্রেনই বন্ধ রাখা হয়েছিল। কিন্তূ কো কোভিডের বারবারন্ত কমে যাবার কারনে সব ট্রেন চালু হলেও আজও কেন ব্যবসায়ীদের প্রয়োজনে গুরুত্বপূর্ণ রাধিকাপুর দিল্লি ট্রেনটি চালু করা হলো না? অবিলম্বে ট্রেন চালু হয় তার জন্য তিনি রাধিকাপুর ডিভিশনের ডিআরএমএল নিকট আবেদন জানান।কালিয়াগঞ্জ। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন আমরা বার বার রাধিকাপুর দিল্লী ট্রেনটি চালু করবার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের দপ্তরে আবেদন করলেও রেল দপ্তর আমাদের কথার কোন গুরুত্ব দিচ্ছে না।তিনি বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সব কিছু জেনেও ট্রেনটি চালু করার ব্যাপারে কোন উদ্যোগ না নেয়ায় জেলার মানুষ তার কাজ কর্মে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে কথা বলে জানা যায় তিন্নি ইতিমধ্যেই যাতে রাধিকাপুর দিল্লি ট্রেনটি চালু করা যায় সে ব্যাপারে রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *