চার মাস ভাতা নেই,৯০ বছরের কাঞ্চু বালা অর্ধাহারে অনাহারে –
1 min readচার মাস ভাতা নেই,৯০ বছরের কাঞ্চু বালা অর্ধাহারে অনাহারে –
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯মার্চ:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল পূর্বদুর্গাপুরের ৯০ বছরের বৃদ্ধা কাঞ্চু বালা গত চার মাস ধরে তার ব্যাংকের পাস বইয়ে পেনশনের এক হাজার করে টাকা না আসায় চরম সমস্যায় পড়েছে। মঙ্গলবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে ৯০বছরের কাঞ্চু বালা ক্রাচে ভর করে ভিক্ষা করতে করতে বলেন বাবা অনেক চেষ্টা করে আমাকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার তাকে এক হাজার টাকার একটি পেনশ নের ব্যবস্থা করে দিয়েছিলেন।দুই তিন মাস পাবার পর গত চার মাস ধরে পেনশনের টাকা তিনি পান না। কাঞ্চ বালা বলেন তার এক বেটা মরি গেল।আর এক বেটা কোথায় আছে বলতে পারবেনা।
সে কোন যোগাযোগ রাখেনা।এই বয়সে শরীর না চললেও পেটের তাগিদে জোর করেই এই শরীর নিয়ে ভিক্ষা করে বেড়াতে হচ্ছে। ব্যাংকের পাস বই পেনশন পাওয়া গেলে তাকে এভাবে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হতো না।বাপ, ভগবান আমাকে যদি নিয়ে যেত তাহলে বেচেঁ যেতাম। তা না করে আমার বেটাকে নিয়ে গেল।এ ব্যাপারে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারকে প্রশ্ন করল তিনি বলেন কেন এই বৃদ্ধার টাকা আসছে না বুঝতে পারছি না।আমি চেষ্টা করবো যাতে তিনি দ্রুত টাকা পেতে পারেন।তিনি বলেন আমিই এই বৃদ্ধার পেনশনের ব্যবস্থা করেছিলাম।মাঝে মধ্যেই নানা ভাবে তাকে সাহায্য দেওয়া হয় বলে দীপা দেবী জানান।দীপা সরকারের স্বামী হিমাংশু (বাপ্পা)সরকার বলেন এই বৃদ্ধাকে আমরা অন্য চোখে দেখি।খুব কস্ট লাগে।এই বয়সেও তিনি বাঁচার লরাই করে যাচ্ছে।