বিনা প্রতিদ্বন্দিতায় কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা হলেন রাম নিবাস সাহা
1 min readবিনা প্রতিদ্বন্দিতায় কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা হলেন রাম নিবাস সাহা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ মার্চ:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভায় তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের পৌর পিতা নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাম নিবাস সাহা।শুক্রবার দুপুর সাড়ে বারোটায় রায়গঞ্জ মহকুমা শাসকের ঘোষণা অনুযায়ী পৌর সভায় পৌর হলে প্রথমে পৌর সভার জয়ী ১৭ জন নির্বাচিত প্রতিনিধিরা এক এক করে শপথ নেন।শপথ বাক্য পাঠ করান রায়গঞ্জের মহকুমা শাসকের প্রতিনিধি সুব্রত মহন্ত। এর পর ১৭জন জয়ী প্রার্থীদের নিয়ে মহকুমা শাসকের প্রতিনিধি পৌর সভায় রুদ্ধদ্বারকক্ষে প্রবেশ করেন।
সভার শুরুতেই বিজেপি দলের পক্ষ থেকে বলা হয় তারা পৌর পিতা নির্বাচন গোপন ব্যালট এর মাধ্যমে করতে চায়। কিন্তূ মহকুমা শাসকের প্রতিনিধি তাতে রাজি না হওয়ায় বিজেপির ৬ জন নির্বাচিত কাউন্সিলর তৎক্ষণাৎ সভা কক্ষ থেক কার্তিক পালের নেতৃত্বে ওয়াক আউট করেন।
পরে তৃণমূল দলের কোন রকম বিরোধিতা ছাড়াই রাম নিবাস সাহার নাম প্রস্তাবিত হলে সম্মতিক্রমে ১৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের এবারই প্রথম জয়ী রাম নিবাস সাহাকে পৌরপিতা নির্বাচিত করেন।নুতন পৌর পিতাকে প্রশ্ন করা হয় আজকেই কেন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলোনা?তবে কি ভাইস চেয়ারম্যানের নাম নিয়ে দলের মধ্যে অন্তর্কলহই এর মূল কারণ?
এই প্রশ্নের উত্তরে পৌর পিতা রাম নিবাস সাহা বলেন আমাদের দলের মধ্যে কোন রকম কোন্দল বলে কিছু নেই। তবে ভাইস চেয়ারম্যানের পদটি ঠিক করবেন আমাদের জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল।নুতন পৌর পিতা নির্বাচিত হবার পর পৌর চত্বরে এক বিশাল মঞ্চে নুতন পৌর পিতা সহ তৃণমূলের ১০জন জয়ী প্রার্থীদের সম্বর্ধনা জানান কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার,কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য শহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা।