December 26, 2024

কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান কি জয়া বর্মন দেবশর্মা হচ্ছেন ?

1 min read

কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান কি জয়া বর্মন দেবশর্মা হচ্ছেন ?

তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান কি জয়া বর্মন দেবশর্মা হচ্ছেন ।ডেমেজ কন্ট্রোল করতেই কি এবার তৃণমূলের নেতৃত্ব কোন মহিলা কমিশনার কে এই গুরু দায়িত্ব দিচ্ছেন। উল্লেখ্য বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসাবে রামনিবাস সাহার নাম ঘোষণা করলেও ভাইস চেয়ারম্যান হিসাবে করো নাম ঘোষনা করতে পারেনি।

 

তবে বর্তমানের কথা সূত্র মারফৎ খবর জানতে পারে ঈশ্বর রজক ই নাকি আগামী দিনে ভাইস চেয়ারম্যান হতে পারে।এই খবর প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে শুরু হয় তুমুল বিতর্ক । জানা যায় তৃণমূলের পাঁচ জন কমিশনার এ ব্যাপারে বেকে বসেছেন।তাদের একটাই দাবি ঈশ্বর রজক বাদে যে কেউ হলে তাদের কোন আপত্তি নেই।তার একটাই কারণ ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান যদি একটি সমপ্রদায়ের থেকে হয় তাহলে এটা সমাজে বিরূপ একটা প্রতিক্রিয়া হবে।তাই ঈশ্বর রজক বাদে যদি মহিলা কোন কমিশনার কে ভাইস চেয়ারম্যান করা হয় তাহলে ভালো হবে।এদিকে এই অন্দর কাজিয়ার মধ্যে এবার কালিয়াগঞ্জ এর ছয় নম্বর ওয়ার্ড থেকে জয়া বর্মন দেব শর্মার নাম উঠে আসছে ভাইস চেয়ারম্যান হিসাবে।তৃণমূলের অন্দরের খবর বসন্ত রায় এবং ঈশ্বর রজক কে নিয়ে যখন সমস্যা হচ্ছে তখন মহিলা এক কমিশনার কে বাধ্য হয়ে এই পদে নিয়ে আসা হচ্ছে বলে গোপন সূত্রে খবর। এদিকে আগামীকাল কালিয়াগঞ্জ পৌরসভার বোর্ড গঠন হতে চলছে। সেই বোর্ড গঠন পর্বে চেয়ারম্যান হিসেবে রাম নিবাস সাহার নাম ফাইনাল হয়ে থাকলেও আগামীকাল ভাইস চেয়ারম্যান হিসেবে ঈশ্বর রজক নাকি জয়া বর্মন দেব শর্মা হতে চলছে সেটাই এখন দেখার বিষয়। আবার একটি সূত্রে জানা যাচ্ছে আগামীকাল ভাইস চেয়ারম্যান নির্বাচন নাও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *