রাস্তার কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ
1 min readরাস্তার কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ
রাস্তার কাজ শুরু করার দাবিতে বৃহস্পতিবার অবরোধ বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে উঠল হাপতিয়াগছের ধুমডাঙ্গী। চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সেই কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। হাপতিয়াগছ থেকে ধুমডাঙ্গী হয়ে সোনাপুর অয়েল ইন্ডিয়া মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও এক বছর থেকে কাজ বন্ধ থাকায় আরও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। অসমাপ্ত রাস্তার কাজ শুরুর দাবিতে এদিন স্থানীয়রা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আন্দোলনে শামিল হলেন।
প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলে। অভিযোগ দুই বছর আগে রাস্তার কাজ শুরু হলেও কাজ শেষ না করেই ফেলে রাখা হয়েছে। শুধু পাথরের উপর চলাচল করতে সবার সমস্যা হচ্ছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ১০ কিলোমিটার রাস্তার কাজের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ৬ কোটি ৬৩ লক্ষ টাকা। কাজ সম্পূর্ণ না করেই ফেলে রাখায় এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে স্লোগান উঠতে দেখা যায়। ঘটনাস্থলে চোপড়া থানার আইসি হেমন্ত শর্মা পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করায় অবরোধ তুলে নেওয়া হয়।
If you do not understand the information, or have questions, talk with your healthcare provider or pharmacist cialis tadalafil The guidance does not create any legally enforceable rights for the public; nor does it operate to bind the FDA or the public
priligy sg 1 onion, chopped
The PIN is set by the cardholder and is what keeps the benefits safe cialis 5mg online
cialis pills Patients who demonstrate hemodynamic instability on alpha-blocker therapy alone are at increased risk of symptomatic hypotension with concomitant use of PDE5 inhibitors
It is not known if KYZATREX is safe or effective in children younger than 18 years old. can u buy clomid on line Meston, there is estimated 18 and adverse side effects.
Two months after the poisoning, the patient underwent exercise treadmill testing. doxycycline heart side effects Antibiotics that can be used are amoxicillin- clavulanate 15 mg kg, every 12 hours, PO or fluoroquinolones, such as enrofloxacin 5 mg kg, once daily, PO for durations of 14 to 21 days.